বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পৌর এলাকায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ

আব্দুল মান্নান কুষ্টিয়া :
  • আপডেট সময় শনিবার, ১২ জুন, ২০২১

কুষ্টিয়া পৌর এলাকায় শুক্রবার মধ্যরাত থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসন। অধিক করোনা সংক্রমণের কারণে শুক্রবার রাত ১২টা থেকে ৭ দিনের জন্য অর্থাৎ ১৮ জুন মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধের আওতায় নেওয়া হয়েছে কুষ্টিয়া পৌর এলাকাকে। বিধি নিষেধের মধ্যে রয়েছেÑসবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৮টা থেকে দুুপুর ২টা র্পন্ত করোনা স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। বিধি-নিষেধ চলাকালীন সময়ে কুষ্টিয়া পৌরসভা এলাকায় সকল ধরণের যান চলাচল বন্ধ থাকবে। ৯টি বিধি-নিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ জরুরী সভায় জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খাইরুল আলম, জাতীয় গোয়েন্দা সংস্থা কুষ্টিয়ার অতিরিক্ত পরিচালক ইদ্রিস আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃণাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অজয় সুরেকা, বাংলাদেশ অটো রাইস মিল অনার্স এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাজী ওমর ফারুক, কুষ্টিয়া চেম্বারের সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, পরিচালক মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবলু, জেলা অটো চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সাধু, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকরম হোসেন মোয়অজ্জেমসহ করোনা নিয়ন্ত্রন কমিটির সকল সদস্যবৃন্দ এবং জেলা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে কঠোর বিধি নিষেধের প্রথম দিন অনেকটা ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। তবে প্রশাসন বলছে ১ম দিন হওয়ায় পুলিশ কঠোর হতে পারে নি। আজ থেকে কঠোর অবস্থানে যাবে বলে জানান জেলা পুলিশের উর্দ্বোতন কর্মকর্তাগন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com