মানিকগঞ্জে যক্ষ্মারোগ প্রতিরোধে কলেজ শিক্ষকদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) মানিকগঞ্জ জেলা শাখা। এতে নাটাব মানিকগঞ্জ শাখার সভাপতি মুহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ আনোয়ারুল আমিন আখন্দ। বিশেষ অতিথি হিসেবে সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু বকর সিদ্দিক মোল্লা, ডা মানবেন্দ্র সরকার মানব, জেলা ব্র্যাক ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় জেলার বিভিন্ন কলেজের ৩০জন শিক্ষক অংশ নেন। সভায় জানানো হয়, যক্ষারোগ এখন আর মরণব্যধি নয়। নিয়মিত চিকিৎসায় যক্ষারোগ সম্পুর্নরুপে ভাল হয়। সকলের সচেতনায় যক্ষারোগ প্রতিরোধ করা সম্ভব। সভা পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন নাটাবের কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম শাহিন।