আমার প্রকৃতি, আমার দেশ,সবুজে গড়ি বাংলাদেশ, এই শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আষাঢ়ের প্রথম দিনে লাল কদম জাতের গাছ লাগিয়ে বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১ টার দিকে জেলা মুক্তিযোদ্ধা শিশুপার্কে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট, মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে সারা দেশের ন্যায় এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. দীপক কুমার ঘোষ, গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাজ্জাক হোসেন রাজ ও পৌর শাখার নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হক শুভ প্রমুখ। গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের জেলা শাখার নবনির্বাচিত সভাপতি রাজ্জাক হোসেন রাজ বলেন, বৈরী পরিবেশ থেকে রক্ষা অন্যতম হাতিয়ার ও বজ্রপাত থেকে রক্ষায় তাল গাছ রোপনে বিকল্প নেই। পরিবেশের এই বিপর্যের সময় সকলেই কিছু কিছু করে বৃক্ষ রোপন করি। একমাত্র বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশের প্রান ও প্রকৃতি রক্ষা করা সম্ভব। প্রতি বছরের ন্যায় এ বছরে মানিকগঞ্জের সাতটি উপজেলায় একলক্ষ বৃক্ষ রোপন করা হবে। বৃৃক্ষ রোপন কর্মসুচী উদ্বোধন কালে জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন জীব-বৈচিত্র রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। দেশে যে হারে কল-কারখানা গড়ে উঠছে সে পরিমাণে আমরা বৃক্ষরোপণ করছিনা। আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পরিকল্পিতভাবে নজর রাখতে হবে। অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধনের ফলে মানব জীবন হুমকির মুখে পড়বে, পরিবেশের বিপর্যয় ঘটবে, দেশ ক্ষতিগ্রস্থ্য হবে, পৃথিবী ধ্বংসের মুখোমুখি হবে। তাই আগামী প্রজন্মের কথা চিন্তা করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই চেষ্টা করা দরকার পৃথীবিটাকে বাসযোগ্য রাখার। গাছপালা নিধন না করা। আর অন্যকে গাছ নিধনে নিরুৎসাহিত করা। নিজে বেশি বেশি গাছ লাগানো এবং অন্যদের গাছ লাগাতে উৎসাহিত করা। পরিবেশের ভারসাম্য রক্ষায় গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে বলে তিনি আশা রাখেন।