শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

দৈনিক খবর পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার কুড়িগ্রামে মাতৃসদনের-ডাঃ মারুফার অনিয়ম তদন্তে কমিটি গঠন

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

কুড়িগ্রাম মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ মারুফা গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে বেসরকারি একটি ক্লিনিকে বিধিবহির্ভূত চেম্বার প্রাকটিস, সিজারিয়ান সেকশান সহ ডিএন্ডসি ও হিস্ট্রেকটমি অপারেশন করা সহ যাবতীয় অনিয়ম সংক্রান্ত একটি প্রতিবেদন, গত ৬ জুন প্রকাশিত হয়।এছাড়াও বিভিন্ন অনলাইন পত্রিকা ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হয়। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সচেতন মহলে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মোডিকেল অফিসারের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহবায়ক খ.ম.আতাউর রহমান বিপ্লব বলেন, প্রাইভেট প্রাকটিসে সময় অতিবাহিত করার ফলে ব্যহত হচ্ছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম। পাশাপাশি প্রান্তীক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারের স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার অঙ্গীকারে নিজের ব্যক্তিস্বার্থের দেয়াল তুলে দিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছেন ওই চিকিৎসক। এতে নড়েচড়ে বসে কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগ। এরই প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মীর রফিকুল ইসলাম শনিবার ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক, মোঃ মোদাব্বের হোসেনকে প্রধান এবং ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ মনজুর রহমানকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ০৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন। কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মীর রফিকুল ইসলাম মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মারুফার অনিয়মের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সত্যতা রোববার বিকেলে নিশ্চিত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com