‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে সামনে রেখে দ্বিতীয় দফায় মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন আরো ২৫ পরিবার আধাপাকা ঘর পাচ্ছেন। প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার কাওরাইদ, বরমী, প্রহলাদপুর, শ্রীপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব গৃহনির্মাণের কাজ শেষ হয়েছে। গৃহ নির্মাণের কাজ বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম জানান, ২৫টি গৃহনিমার্ণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪২ লাখ ৭৫ হাজার টাকা। প্রতিটি গৃহের জন্য ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি গৃহে থাকবে ২ কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর, সামনে খোলা বারান্দা, রান্না ঘর, বাথরুম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় ২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার ঘর পাচ্ছেন। ঘরগুলোর নির্মাণকাজ শেষ হয়েছে। চলতি মাসের ২০ জুন প্রধানমন্ত্রী গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করার পর সবগুলো গৃহ উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হবে।