শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

বাউফলে মিথ্যা সংবাদের প্রতিবাদে আয়োজিত সমাবেশে মানুষের ঢল

এইচ.এম বাবলু বাউফল :
  • আপডেট সময় শনিবার, ১৯ জুন, ২০২১

পটুয়াখালীর বাউফলের নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সাবেক চিফ হুইপ এবং বর্তমান এমপি আ.স.ম ফিরোজের নামে কয়েকটি গণমাধ্যমে মিথ্যা অপপ্রচারের কঠোর সমালোচনা করে,এর বিরুদ্ধে চন্দ্রদ্বীপ ইউনিয়নের নেতাকর্মী এবং কয়েক হাজার স্থানীয় জনগণ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে চন্দ্রদ্বীপ খেয়াঘাটে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মো.বাবুল হাওলাদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন চন্দ্রদ্বীপের কয়েক হাজার দলীয় নেতা কর্মী ও স্থানীয় জনগণ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. আবদুর রব, ইউপি সদস্যদের পক্ষে মো. সাহবুদ্দিন ব্যাপারী, চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো.আলমগীর সরদার, সাধারন সম্পাদক মো.সিদ্দিকুর রহমান, কৃষকলীগ সভাপতি হানিফ হাওলাদার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. মস্তফা ফকির, শ্রমিকলীগ সভাপতি রহিম মোল্লা, ছাত্রলীগ সভাপতি মো. নাসির উদ্দিন প্রমূখ। এসময় বক্তারা বলেন,‘ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.স.ম ফিরোজ এমপি মহোদয় নির্বাচন প্রসঙ্গে নৌকার চেয়ারম্যান প্রার্থী আমির আলীকে দিকনির্দেশনা মুলক উপদেশ দিয়েছিলেন। এমপি মহোয়দয়ের সেই দিকনির্দেশনামুলক কথাবার্তা মোবাইলে রেকর্ড করে অপপ্রচারে চালানো হচ্ছে। যা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় উদ্দেশ্যমুলক সংবাদ প্রকাশ করা হয়েছে। অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে আমির আলীকে চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদ থেকে বহিস্কারের দাবি তোলেন বক্তারা। বক্তারা আরও বলেন,‘ গত ২০১৬ সালের নির্বাচনে আমির আলী নৌকা প্রতিক পেয়েও সতন্ত্র প্রার্থী এনমুল হকের কাছে ৩হাজার ভোটের ব্যাবধানে পরাজিত হন। এবারের নির্বাচনে চন্দ্রদ্বীপ ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামীলীগ ১নম্বরে এনামুল হক এবং ২নম্বরে আমির আলীর নাম কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করেন। তবে এনামুল হকের গায়ে বিদ্রোহী প্রার্থীর তোকমা লাগিয়ে নৌকা ভাগিয়ে নিয়েছেন আমির আলী। তাই গতবারের মত এবারও আমির আলীকে প্রত্যাখান করেছে জনগণ। চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান ও সতন্ত্র প্রার্থী এনামুল হক বলেন, গত নির্বাচনে আমি দলের মনোনয়ন চাইনি। সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছি। চন্দ্রদ্বীপের মানুষের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বিগত পাঁচ বছর চন্দ্রদ্বীপের মানুুষের উন্নয়নে ব্যাপক কাজ করেছি। এবার আবার আমাকে তৃণমূল আওয়ামীলীগ মনোনয়ন দিলেও কেন্দ্রীয় আওয়ামীলীগকে ভুল ব্যাখা দিয়ে আমির আলী মনোনয়ন পেয়েছেন। আমি জনগণ ও তৃণমূল আওয়ামীলীগের প্রার্থী হিসাবে নির্বাচন করছি। আমি স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ কর্তৃক ওই অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com