মাধবদী প্রেসক্লাবের নতুন কমিটিতে পুনরায় জায়গা করে নিয়েছেন সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী। সর্বসম্মতিক্রমে কন্ঠ বোর্ডে তাদের নির্বাচিত করেন সাধারন সদস্যরা। গত ১৯ জুন শনিবার দুপুরে মাধবদী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারন সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়। সাধারন সভার প্রথম অধিবেশনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী’র সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত সদস্যরা উন্মুক্ত আলোচনা করেন এ সময় বক্তাদের বক্তব্যে উঠে আসে বর্তমান কমিটির কর্ম মূল্যায়ন সহ সম্প্রতি সময়ে ক্লাবের উন্নয়নের অগ্রগতির ধারাবাহিকতা। পরে সকল সদস্যদের আলোচনার চুলচেরা জবাব দেয়ার মধ্যে বিগত দুই বছরের কার্য প্রণালী নিয়ে বিস্তারিত আলোচনার পর বর্তমান কমিটিকে বিলুপ্তি ঘোষনার করে সাধারণ সভার প্রথম অধিবেশন শেষ করেন বর্তমান সভাপতি। পরে ২য় অধিবেশনে প্রবীন সাংবাদিক নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাপ্তাহিক সমাচার পত্রিকার সম্পাদক এ কে ফজলুল হকের সভাপতিত্বে সাধারন সদস্যদের সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটের মাধ্যমে বিগত কমিটিকেই পুনরায় পুর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষনা দেয়া হয়। যারা পুনরায় এই নতুন কমিটিতে জায়গা পায় তারা হলেন সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া (প্রকাশক ও সম্পাদক সাপ্তাহিক নরসিংদীর বাবুরহাট বার্তা), সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সিরাজ (দৈনিক আমার সংবাদ), সহ-সভাপতি এড. আবুল হাসনাত মাসুম (দৈনিক বঙ্গ জননী), সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী (প্রকাশক ও সম্পাদক সাপ্তাহিক জনতার চিন্তা), যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম (দৈনিক ভোরের ডাক), অর্থ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান (দৈনিক আলোচনা), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক হাজী ফজলুল হক মিলন (দৈনিক গ্রামিন দর্পণ), নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ আল আমিন (দৈনিক খবর পত্র), কাজী জয়নাল আবেদীন (দৈনিক আলোর দিগন্ত), মোঃ রেজাউল করিম (মোহনা টিভি) ও মুহাম্মদ মুছা মিয়া (দৈনিক যায়যায়দিন)। এবং সাধারণ সদস্যরা হলেন- মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া, এমদাদুল ইসলাম খোকন, অধ্যাপক শেখ সাদী, জি এম ওহাব, আবুল বাশার বাছির, ছবির মিয়া, হুমায়ুন কবির ভুইয়া, সুমন পাল, জাকারিয়া, দিনার চৌধুরী, হুমায়ুন কবির, মনিরুজ্জামান ও ফাতেমা বেগম রিনা। কমিটি গঠন শেষে সভাপতি তার সমাপনি বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের উদেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন ও করোনাকালীন এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ও নিজেদের স্বাস্থ্যের দিকে এবং পরিবারের দিকে খেয়াল রেখে কাজ করার পরামর্শ প্রদান করেন।