দিনাজপুরের অন্যতম গুরুত্বপূর্ণ বিরামপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে চলছে বেহাল দশা। হাসপাতালের এ্যাম্বুলেন্স, এক্সরে মেশিন, আলট্রা¯েœাগ্রাম, ইসিজি, জীবানু নাশক ট্যানেল ও সব ধরণের অপারেশন রয়েছে বন্ধ। চিকিৎসা সেবা নিতে আসা রোগিরা পড়ছেন চরম বিপাকে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায় জানান, ড্রাইভার সাময়িক বরখাস্ত থাকায় হাসপাতালের একমাত্র এ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পদে জনবল না থাকায় আলট্রা¯েœাগ্রাম, ইসিজি বন্ধ রয়েছে এবং এনেসথেসিয়া ডাক্তার ও সার্জন না থাকায় হাসপাতালের সব ধরণের অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। আর অপারেটর থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে এক্সরে মেশিন ও জীবানু নাশক ট্যানেল। তিনি আরো জানান, উপরোক্ত দূরবস্থা নিরসনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন সুরাহা পাওয়া যায়নি। উপজেলার দাউদপুর গ্রামের জালাল উদ্দিন রুমি জানান, আমার ভাইকে হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে অক্সিজেন পাওয়া যায়নি। এভাবেই সঠিক চিকিৎসা সেবা থেকে রোগিরা বঞ্চিত হয়ে ফিরে যাচ্ছে। উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, হাসপাতালের অচলাবস্থা নিরসনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। এছাড়া হাসপাতালে করোনাকালীন সময়ে অক্সিজেন জরুরী হওয়ায় এক্সরে মেশিনের পরিবর্তে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালুর কাজ অচিরেই শুরু করা হবে।