করোনার প্রকোপ কমতে থাকায় সোমবার থেকে ইরানের ১৩২টি জেলার মসজিদ খোলা হচ্ছে। যেসব অঞ্চলকে শঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে সেখানকার মসজিদগুলোকে খোলার সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানী। টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে রুহানী জানান, ১৩২টি জেলা যেখানে করোনা ছড়ানোর শঙ্কা খুব কম সেখানে শুক্রবারে জুমার নামাজ মসজিদে আদায় করতে পারবে ধর্মপ্রাণ মানুষ।
ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ৭৭ হাজার ৩৫০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর ইরানে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে দেওয়া সংবাদ সম্মেলনে শনিবার এ তথ্য জানিয়েছেন।
২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই এই রোগ সমগ্রবিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী এ পর্যন্ত ৩৫ লাখ মানুষের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে যাদের মধ্যে ২ লাখ ৪০ হাজার মারা গেছে। এছাড়া, প্রায় ১০ লাখের বেশি করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এমআর/প্রিন্স