প্রিয় বাংলাদেশকে আরো উন্নত ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেছেন নব-নিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এর আগে শনিবার ১২টা ৫৫ মিনিটে তিনি গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সেনাবাহিনীর একটি চৌকষ দল অনার গার্ড প্রদর্শন করে। বিউগলে বেঁজে ওঠে করুণ সুর। এরপর তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে সেনা প্রধান উপস্থিত সেনা-সদস্যদের সাথে কুশল বিনিময় করে সমাধি সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। সেখানে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নূরুল আনোয়ার, মেজর জেনারেল শাকিল আহমেদ, মেজর জেনারেল খালেদ আল মামুন, ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসান সেলিম, ব্রিগেডিয়ার জেনারেল আ. ফ. ম. আতিকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেন ও ব্রিগ্রেডিয়ার জেনারেল হাফিজুর রহমান সহ সেনাবাহিনীর উর্দ্ধতণ কর্মকর্তাগণ। পুরো মন্তব্যে তিনি লিখেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের মাহেদ্রক্ষণে সেনাবাহিনীর প্রধান হিসেবে ইতিহাসের মহা নায়ক ও সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এই সাথে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই আমাদের ৩০ লক্ষ শহীদদের। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার আলোকে সকলে মিলে কাজ করে প্রিয় বাংলাদেশকে আরো উন্নত ও সমৃদ্ধশালী গড়ে তুলব ইনশাআল্লহ। আমাকে এই সুযোগ ও সম্মান দেয়ার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া এবং মাননীয় প্রধামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বাংলাদেশ চিরজীবি হোক।