বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

লক্ষ্মীপুরে রবীন্দ্র নজরুল স্মরণ সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর উদ্যোগে রবীন্দ্র নজরুল স্মরণ সভা লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদ সভাপতি ডা মো সাল্হাউদ্দিন শরীফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক কবি আনিস আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম তপন ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক কার্তিক সেন গুপ্ত। আলোচনায় অংশ গ্রহণ করেন সাহিত্য সংসদ এর সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী ও কবি ভিপি বেলায়েত। কবিতা পাঠে অংশ গ্রহণ করেন সাহিত্য সংসদ এর সাংগঠনিক সম্পাদক কবি অ আ আবীর আকাশ, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম, ফুয়াদ হাসান রুবেল আহম্মেদ, নাসরীন জাহান রীনা, হুসাইন মুহাম্মদ রাসেল ও আবুল বারাকাত। রবীন্দ্র নজরুল সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী নাসরীন জাহান রীনা। বিশিষ্ট জনদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এম জে আলম, বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসাইন, লিয়াকত আলী মাস্টার, সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক আহমেদ কাওছার, অর্থ সম্পাদক কবি রায়হানুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন রাজু, নির্বাহী সদস্য রেজাউল হক রানা, আবদুল আহাদ স্বাধীন, বিকেবি ক্লাবের সভাপতি ইসমাইল খান সুজন, মনিরুল হক রূপম, জহির আহম্মেদ ও শ্যামল চন্দ্র কর প্রমুখ বক্তারা ১৯২৭ সালে নজরুলের লক্ষ্মীপুর সফর স্মরণে লক্ষ্মীপুর টাউন হলের সামনে নজরুল মঞ্চ ও নজরুল ম্যুরাল স্থাপন এবং নজরুল এভিনিউ ঘোষণা ও পৌরসভার সামনে নজরুল তোরণ নির্মাণের জোর দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com