টাঙ্গাইলের গোপালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প এন্ড ব্লাড গ্রুপিং কার্যক্রমের মাধ্যমে দিনব্যাপী গ্রামীণ অসহায় মানুষদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে গতকাল নগদাশিমলা ইউনিয়নের রামপুর চতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য জুলহাস উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গোপালপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সোবহান তুলার জৈষ্ঠ্য পুত্র আলহাজ মারুফ হাসান জামী। এ সময় ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা সভাপতি শুকুর মাহমুদ, সহ সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল শেখ, আঃ রহিম ও ইমাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজ প্রায় ৫০০জন দুঃস্থ ও নিন্ম আয়ের পুরুষ ও মহিলাদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হলো। দলীয় মনোনয়নে জনগণ যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে তাহলে এ ইউনিয়নকে বাংলাদেশের রোল মডেল হিসাবে গড়ে তুলবো। জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল ইউনিয়ন উপহার দিবো। বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। মাদক ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন উপহারের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরের হাতকে শক্তিশালী করে জনগণের সেবক হয়ে কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ।