শরণখোলায় দক্ষিণ তাফালবাড়ী গ্রামে বসত ঘরের উপর দিয়ে বিদ্যুৎ লাইন নেওয়ায় ঝুঁকিতে রয়েছে একটি সংখ্যালঘু পরিবার। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিষয়টিতে কোন গুরুত্ব দিচ্ছেননা বলে ভূক্তভোগী পরিবার অভিযোগ করেছে। উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বিদ্যুৎ কান্তি সিকদারের অভিযোগে জানা যায়, কয়েক বছর আগে বিদ্যুৎ বিভাগ জোর করে তাদের বসত ঘরের চালের উপর দিয়ে বিদ্যুতের মেইন লাইনের তার টেনে নিয়েছে তখন বাধা দিয়েও ঠেকাতে পারেননি। ঘরের চাল ছুঁয়ে যাওয়া বিদ্যুতের তার থেকে মাঝে মাঝে আগুনের ফুলকি ঝড়ে পড়ে। ঘরে আগুন লেগে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে এ আতংকে সর্বদা তাদের দিন কাটে বলে অভিযোগে জানান। ঘরের চালের উপর দিয়ে বিদ্যুতের লাইন সরানোর বিষয়ে বিদ্যুৎ কান্তি সিকদার গত ২২ জুন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত আবেদন করেছেন। নির্বাহী অফিসার ব্যবস্থা নেওয়ার জন্য আবেদনটি পল্লী বিদ্যুতের শরণখোলা সাব জোনাল অফিসের এজিএমের কাছে পাঠিয়েছেন। এ ব্যপারে পল্লী বিদ্যুৎ শরণখোলা সাব জোনাল অফিসের এজিএম মোঃ আশিক মাহমুদ সুমন বলেন, বিদ্যমান লাইনটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড করেছে। অভিযোগের লাইন সরানো আপাতত সম্ভব নয় তবে বিদ্যুতের তার ঘরের চালের উপরে উচুঁ করে দেয়া হবে বলে তিনি জানান।