বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় শনিবার, ২৬ জুন, ২০২১

বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৯নং বনগ্রাম ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬জুন শনিবার জয়েনপুর আদর্শ কলেজে দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ ৯নং বনগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও ৯নং বনগ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জোহা প্রামাণিক রাঙ্গার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান, সহ-সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক এসটিএম রুহুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক রনজিৎ অধিকারী, যুব ও ক্রীড়া সম্পাদক আহসান হাবিব বাবু, জাতীয় শ্রমিকলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার জুয়েল, বাংলাদেশ ছাত্রলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, উপজেলা আওয়ামীলীগের সদস্য শহিদুল ইসলাম বাবলা,১নং ওয়ার্ডের সভাপতি আঃ সালেক মিয়া, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ৩নং ওয়ার্ডের সভাপতি মজমুল ইসলাম রঙ্গু, ৪নং ওয়ার্ডের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক জামিউল ইসলাম, ৫নং ওয়ার্ডের সভাপতি সাজু মিয়া, ৬নং ওয়ার্ডের সভাপতি অজিত কুমার সরকার, ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুল হামিদ প্রধান, ৮নং ওয়ার্ডের সহ-সভাপতি কফিলার রহমান, ৯নং ওয়ার্ডের জিল্লুর রহমান, তাঁতীলীগের উপজেলা শাখা সভাপতি সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯নং বনগ্রাম ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লতিফুর রহমান লাবলু। আগামী দিনে দলকে আরো শক্তিশালী ও মজবুত করার লক্ষ্য নিয়ে বর্ধিত সভা শুরু করেন ও পর্যায়ক্রমে ১১টি ইউনিয়নে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে এবং নতুন কমিটি উপহার দেওয়া হয় বলে জানান বক্তারা। উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর ফকির, ছাত্রলীগের মশিউর রহমান রুবেল, সাধারণ সম্পাদক তজবীর আলম সজীব বাবু সহ নেতাকর্মীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com