রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০

ভারতে রাজ্যগুলোতে পাল্লা দিয়ে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। লকডাউনেও সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। মাত্র একদিনের ব্যবধানে আবারও সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল দেশটি।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮০৬ জন। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০৫ জন। এ পর্যন্ত মারা গেছে ১ হাজার ৩৯১ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৭৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৩০ হাজার। এ পর্যন্ত ১০ লাখ ৪৬ হাজার ৪৫০টি নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে।

রোববার রাত ১টা পর্যন্ত দেয়া আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে এসব তথ্য জানানো হয়েছে।

রোববার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তের হার বেশি হলেও সুস্থ হওয়ার হারও ক্রমশ বাড়ছে। এখন তা ২৬.৬৫ শতাংশ। কয়েক দিন আগেও তা বিশের নিচে ছিল।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটির ধারেকাছেও নেই অন্য রাজ্যগুলো। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ২৯৬ জন। এদের মধ্যে মারা গেছে ৫২১ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার জন । এর পরে গুজরাটের অবস্থা। সেখানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৫ জন। প্রাণ হারিয়েছেন ২৬২ জন।

তৃতীয় অবস্থানে থাকা রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্য়া দাঁড়িয়েছে ৪ হাজার ১২২ জন। দিল্লিতে এখনও পর্যন্ত করোনায় মারা গেছে ৬৪ জন। দিল্লির পরেই রাজস্থান। সেখানে এখনও পর্যন্ত ২ হাজার ৭৭২ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৬৫ জনের।

গত এক সপ্তাহে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। মারা গেছেন সাত শতাধিক।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়া, বিভিন্ন রাজ্যের পাঠানো পরিসংখ্যানও খতিয়ে দেখা হচ্ছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com