সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হলো সেন্ট্রাল অক্সিজেন লাইন

আলম নীলফামারী :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

২৫০শয্যা বিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল এগারটার দিকে অনলাইন ভিত্তিক জুম প্লাটফর্মে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা সভাপতি মমতাজুল ইসলাম মিন্টু ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিব) এর সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী শাহিন বক্তব্য দেন। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির স্বাগত বক্তব্য এবং শুভেচ্ছা বক্তব্য দেন জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক মেজবাহুর আলম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি বলেন, করোনাকালে হাসপাতালে অক্সিজেন ইউনিট চালু হওয়ার ফলে আমাদের আস্থার জায়গা তৈরি হলো। বিশেষ করে করোনার এই সময়ে তাৎক্ষনিক অক্সিজেন সরবরাহের সুবিধা সৃষ্টি হওয়ায় আমাদের অক্সিজেন অভাব দুর হলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তৃণমুলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে কাজ করছেন। করোনা কালীন চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকান্ড যাতে সচল থাকে সেটিও বাস্তবায়ন করেছেন। সাংসদ নূর বলেন, করোনা মোকাবেলায় এখন আর শিথিলতা দেখানো যাবে না তবে মানুষকে আইন প্রয়োগ করেই শুধু নয় সচেতন করেও লকডাউন মানাতে হবে। এজন্য প্রশাসনকে সহযোগীতা করতে হবে সম্মিলিত ভাবে। এখন এটি আমাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ। নিশ্চয় আমরা সফল হলো। পরে ফিতা কেটে অক্সিজেন লাইন এর উদ্বোধন করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিদ্বয়। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, অক্সিজেন লাইনটির ফলে ৫৬৪৪লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ৬৫০টি সিলিন্ডার দিয়ে একসাথে দুই’শ রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। এজন্য অক্সিজেন লাইন ছাড়াও হাই ফ্লো নেজাল ক্যানুলা ও অক্সিজেন কনসেনট্রেটর স্থাপন করা হয়েছে। তিনি বলেন, গেল বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই হাসপাতালে অক্সিজেন ইউনিট চালু করণের কাজ শুরু হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com