পুরো বিশ্বকে স্তব্ধ করে দেওয়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন ২ লাখ ৫১ হাজার ৫১০ জন। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ লাখ ৮২ হাজার ৪৬৯ জনে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। ওই পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তদের মধ্যে ১১ লাখ ৬২ হাজার ৫৩৮ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে ১১ লাখ ৮০ হাজার ২৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এতে সংক্রমিত হয়ে এ পর্যন্ত ৬৮ হাজার ৯২২ জন মারা গেছেন।
সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটিতে ২ লাখ ১৮ হাজার ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ৪২৮ জন।
তৃতীয় অবস্থানে থাকা ইতালিতে এ পর্যন্ত ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন আক্রান্ত হয়েছেন। আর এতে সংক্রমিত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯ হাজর ৭৯জন।
ব্রিটেনে সরকারিভাবে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ১৩১। জাতীয় পরিসংখ্যান দফতর জানিয়েছে, এই সংখ্যা আদতে ৩০ হাজারের কাছাকাছি হতে পারে।
এমআর/প্রিন্স