শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

চিরনিদ্রায় শায়িত অমিত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

কিডনি প্রতিস্থাপন হয়েছিল ৪৩ বছর বয়সী আহসান আহমেদ অমিতের। তার পরেও বাঁচানো যায়নি তাকে। ৩০ জুন দিল্লির হাসপাতালেই মৃত্যুকে বরণ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব মিডিয়া। সেখান থেকে অমিতের মরদেহ ঢাকায় এনে দুইদফা জানাজা শেষে সোমবার দুপুরে আজিমপুর কবরস্থানে শায়িত করা হয়েছে। অমিত শৈশবকাল থেকে ছিলেন ক্রীড়াঅন্তঃপ্রাণ ব্যক্তি। ছোটবেলা থেকে বাংলাদেশ বয়েজ ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর ফুটবল ও টেবিল টেনিসসহ অন্য খেলাতেও সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

এর পর ২০১০ সালের দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে হেড অব মিডিয়া হিসেবে কাজ শুরু করেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল তার নিত্যদিনের পদচারণা। সেখানেই শেষবারের মতো আনা হয়েছিল তাকে। হয়েছে শেষ জানাজা। লকডাউনের মধ্যেও তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন ক্রীড়াঙ্গনের অনেকেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ বয়েজ, পাললিক, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিসহ আরো অনেকেই ফুল দিয়ে অমিতকে শেষ বিদায় জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com