মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

“মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্ট মূলে ৭ জনসহ মোট ৮ জন আসামী গ্রেফতার

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

অদ্য ০৬/০৭/২০২১ইং তারিখ মতলব উত্তর থানায় কর্মরত এএসআই/ সোহাগ সঙ্গীয় ফোর্সসহ নারী শিশু মামলা-৩৭১/২০২০ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) প্রসেস নং-৫৯৩/২১ মূলে ০১(এক) জন আসামী আক্তার হোসেন, পিতা-মৃত জমির আলী বেপারী,সাং-পুটিয়ার পাড়, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন। এএসআই/ রাজেশ পাল মিস-৯৬/২১, ধারা- ১০৭/১১৭ সি, প্রসেস নং-৫৮৮/২১, প্রসেস নং- ৫৯০/২১ মূলে ০২(দুই) জন আসামী ১। কাইয়ুম হোসেন,পিতা-মোশারফ আখন্দ, ২। চায়না বেগম,পতি-মোশারফ আখন্দ,উভয় সাং-শাহবাজকান্দি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করেন। এবং ১। এসআই/মোঃ আল-আমিন,২।এএসআই/গোলাম রসুল,৩। এএসআই/ মোঃ সেলিম মিয়া/৪। এএসআই/ মোঃ দুলাল মিয়াগন মিস-২০/২১, ধারা- ১০৭/১১৭ সি, প্রসেস নং-৫৮৫/২১,৫৮৬/২১,,৫৮১/২১,৫৮৪/২১ মূলে ক্রমানুসারে ০৪(চার) জন আসামী ১। মিনু বেগম, স্বামী-রফিক,২। জহির, পিতা-মৃত আলী মিয়া, ৩। রেখা, পিতা-মৃত কালাই মিয়া, ৪। শাহজালাল,পিতা-মৃত আজিজ উদ্দিন,সর্ সাং-সুজাতপুর,থানা-মতলব উত্তর জেলা-চাদপুরদেরকে গ্রেফতার করেন। তাছাড়াও এসআই/ মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নিয়মিত মামলার ০১ জন এজাহারনামীয় আসামী ববিতা রানী(৩৫), স্বামী-লিটন মিস্ত্রি, সাং-তিতারকান্দি, পোষ্ট-নন্দলালপুর,, ইসলামাবাদ ইউপি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মোট ০৮(আট) জন আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন মতলব উত্তর থানা পুলিশ সব রকমের মামলার ওয়ারেন্ট আসামি ধরার জন্য প্রস্তুত রয়েছে। মাদক থেকে শুরু করে যে কোন অপরাধে মতলব উত্তর থানা পুলিশ বিন্দু পরিমান ছাড় দেবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com