ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ফেনী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি ওজনের ০১টি লম্বা আকৃতির কষ্টিপাথর উদ্ধারসহ ০১ জন চোরাকারবারী’কে গ্রেফতার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ফেনী পৌরসভাস্থ উত্তর সহদেবপুর খায়রুল ইসহাক রোড এর রাস কুটিরের ৪র্থ তলার সিড়ির বাম পার্শ্বের কক্ষে কতিপয় চোরাকারবারী অবৈধ ভাবে পুরাকীর্তি কষ্টি পাথর ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ০৬ জুলাই রাতে র্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী যতীশ চন্দ্র মজুমদার(৩৫), পিতা- ব্রজলাল চন্দ্র মজুমদার, মাতা- আরতী বালা মজুমদার, সাং- চরপার্বতী, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী এ/পি সাং- সহদেবপুর, থানা ও জেলা- ফেনী (রিপনের বাড়ীর ভাড়াটিয়া) কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানোমতে ঘটনাস্থলের বসতঘরের ৪র্থ তলায় সিড়ির বাম পার্শ্বের কক্ষ হতে ১৩ কেজি ওজনের ০১টি লম্বা আকৃতির কথিত কষ্টিপাথর উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে অবৈধভাবে কষ্টি পাথর সংগ্রহ পূর্বক চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।