সিরাজগঞ্জের তাড়াশে করোনায় আক্রান্ত রোগীকে দেখতে চাউল ডাল তেলসহ খাদ্য-সামগ্রী নিজ হাতে বাড়িতে পৌঁছে দিলো মানবিক চেয়ারম্যান টি.এম আব্দুল্লাহেল (বাঁক)। বুধবার (৭ জুলাই) বিকেলে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ি গ্রামের করোনা আক্রান্ত সাইফুল ইসলামে (শুকুর দর্জি) বাসায় যান। সগুনা ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মোঃ টি.এম. আব্দুল্লাহেল বাঁকী। এ সময় করোনা প্রতিরোধ সামগ্রী মাস্ক, হেক্সিসল ও সাবান দেয়া হয়। তিনি করোনার শুরু থেকে নিজ এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক চেয়ারম্যান মোঃ টি. এম. আব্দুল্লাহেল বাঁকী। জীবনের ঝুকি নিয়ে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এমন অবস্থায় চরকুশাবাড়ি গ্রামের সাইফুল ইসলাম (শুকুর দর্জি) করোনা আক্রান্ত হন। খবর পেয়েছে ছুটে যান তিনি মানবিক চেয়ারম্যান মোঃ টি.এম. আব্দুল্লাহেল বাঁকী। এ সময় ওই পরিবারের জন্য চাউল ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। সগুনা ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মোঃ টি. এম. আবদুল্লাহিল বাঁকী বলেন, সাইফুল ইসলাম (শুকুর দর্জি) ভাই করোনায় আক্রান্ত হয়েছেন। এমন অবস্থায় তাকে মানুষিকভাবে শক্তিশালী করার জন্য আমি তার বাড়ি গিয়েছে। তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারি করোনার শুরু থেকে দেশ ও দেশের মানুষর জন্য কঠোর পরিশ্রম করছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় কেউ যেন খাদ্য কষ্টে না থাকে সে জন্য সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। নেত্রীর নির্দেশনা পালনের জন্য কাজ করে যাচ্ছি। পরিস্থিতি স্বাবাভিক না হওয়া পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। চেয়ারম্যান মোঃ টি.এম. আব্দুল্লাহেল বাঁকী বলেন, আমাদের সকলকে সচেতন হতে হবে, মাস্ক পড়তে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে। এই পরিস্থিতিতে সচেতনতার বিকল্প নেই।