শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

লঞ্চ তৈরি করল ১১ বছরের তানভীর! দশমিনায় লঞ্চটি দেখতে মানুষের ভিড়

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

মহামারি করোনা ভাইরাসে স্কুল বন্ধ থাকায় দীর্ঘ একমাসের প্রচেষ্টায় ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া এক মেধাবী শিক্ষার্থী বিশাল আকারের বহুতল লঞ্চ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে পটুয়াখালীর দশমিনা এলাকাবাসীকে। উপজেলার সদর ইউনিয়নের পূজা খোলা গ্রামের হাবিবুর রহমানের ছোট ছেলে তানভীর রহমান। প্রতিদিনই লঞ্চটি দেখতে এলাকার মানুষকে ভিড় করতে দেখা যায়। তৈরি করা লঞ্চটির নাম দেওয়া হয়েছে ‘সাব্বির এন্ড তানভীর-০১’। বাবার সাথে নদীপথে যাতায়েত করে তানভীর। এরপর থেকেই লঞ্চ তৈরির আগ্রহ দেখায়। একপর্যায়ে বাবার অনুপ্রেরণায় ও সহযোগিতায় নিজের মেধা খাটিয়ে ককসিট, মোটর, লাইটিং ও ব্যাটারি দিয়ে নিজের হাতে লঞ্চটি তৈরি করে। মাত্র ১১ বছর বয়সে ‘সাব্বির এন্ড তানভীর-০১’ তৈরি করা শিশুর পুরো নাম তানভীর রহমান। দশমিনা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া শিক্ষার্থীর প্রখর মেধা ও পারদর্শিতা নজর কেড়েছে এলাকাবাসীর। লঞ্চ তৈরির উপাদান সম্পর্কে জানতে চাইলে তানভীর জানায়, লঞ্চটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ককসিট, ব্যাটারি চালিত মোটর, ম্যাজিক লাইট এবং গাম। আর এতে ব্যায় হয়েছে ৩ হাজার টাকা। ব্যাটারি চালিত লঞ্চটি শিশুর নিজবাড়ির পুকুরে চলমান। লঞ্চটিতে ব্যবহার করা বিভিন্ন আলোকসজ্জা ও মিউজিক বাতির ঝলকানি মিটমিট করছে। নিখুত হাতে তৈরি করা লঞ্চটির ভেতরে রয়েছে মাস্টার ও যাত্রীদের কেবিন। যার সৌন্দর্য সবার নজর কেড়েছে। লঞ্চটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই লোকজন আসতে দেখা যায়। লঞ্চ তৈরির তানভীর রহমান জানায়, কোনো কিছু দেখে সহজেই আয়ত্ত করতে পারে সে। ভালো লাগে নতুন কিছু করতে। লঞ্চ তৈরি করা তার শখের মধ্যে একটি। তার এ লঞ্চ তৈরিতে একমাস সময় ও তিন হাজার টাকা ব্যায় হয়েছে। পানিতে প্রায় দেড় ঘন্টা সামনে পিছনে চলাচল করে। সে এর আগে একটি মাটি কাটার ভেকু তৈরি করেছে। তানভীর রহমান আরও জানান ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। শিশুটির বাবা হাবিবুর রহমান মুন্সি বলেন, ‘দুই ছেলের মধ্যে তানভীর ছোট। সে আমার সাথে ঢাকাগামী লঞ্চ থেকে দোকানের মালামাল আনতে গিয়েছিল। লঞ্চ দেখে বিভিন্ন কৌতূহলী প্রশ্ন করে। আমি সাধ্যমত উত্তর দিয়েছি। কয়েকদিন পর থেকেই তাকে লঞ্চ তৈরিতে ব্যস্ত দেখা যায়। আমিও তার আগ্রহে সাড়া দেই। তানভীর যেন ভবিষ্যতে মেরিন ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য ভলো কিছু করতে পারে। তাই আমি সবার দোয়া চাই।’ উপজেলার পুজা খোলা গ্রামের উল্কা রানী ও জামাল হোসেন জানান, তানভীরের তৈরির লঞ্চটি দেখে মনে হচ্ছে হুবাহুব একটি লঞ্চ। আর কেউ যেনও বাড়ির পুকুরের পানিতে ভাসিয়ে দিয়েছেন। লঞ্চটি পানিতে প্রায় দেড় ঘন্টা চলে। দশমিনা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহামুদ লিটন বলেন, ‘আমার ওয়ার্ডে একটি শিশু লঞ্চ তৈরি করেছে শুনে মানুষ দেখতে আসে। তারা প্রশংসা করে। তাই আমিও দেখতে এসেছি। শিশুটির প্রতিভা দেখে এলাকার সবাই মুগ্ধ।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com