বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

তিতাসের বলরামপুর ইউনিয়নে ২০০জন কর্মহীন পেশাজীবীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

আরিফুর রহমান (তিতাস) কুমিল্লা :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

কুমিল্লার তিতাসে করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনে ঘরে থাকা ২০০জন কর্মহীন অসহায় পেশাজীবীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে সামাজিক দূরত্ব মেনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ ও সয়াবিন তেল। কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার উপস্হিত থেকে উক্ত উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রাশেদা আক্তার, তিতাস উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধ মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, কুমিল্লা উঃ জেলা স্বেচ্ছা সেবকলীগ যুগ্ম আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবী, বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছাদেক হোসেন পাঠান, যুবলীগ নেতা মানিক হোসেন, পরশ সরকার, উপজেলা ছাত্রলীগ যুগ্ম-সাধারন সম্পাদক জাহিদ হাসান প্রলয়, হযরত আলী, উপজেলা ট্যাগ অফিসার সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, ওয়ার্ড মেম্বারগণ সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রাশেদা আক্তার জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা হলে স্বাভাবিক সিজনাল জ্বর মনে করে ঘরে বসে না থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে করোনার সেম্পল দেয়ার এবং লকডাউন মেনে ঘরে থাকার আহবান জানান। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেন এবং প্রবাসী এবং বিত্তশালীদের প্রতিবেশি অসহায় মানুষের পাশে থেকে সাহায্য-সহযোগিতা করার আহবান জানান, প্রকৃত অসচ্ছল কর্মহীনদের মধ্যে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com