জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোঃ এরশাদ এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে করোনা মহামারীতে সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে উপজেলার অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন মৃধা। ৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, পৌরসভার জাতীয় পার্টির সভাপতি মফিজুর হক পাটোয়ারী, মতিগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাহাব উদ্দিন, উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি মোস্তফা মিয়া, সুজাপুর সমাজ কল্যাণ পরিষদ উপদেষ্ঠা মোঃ সাহেদ সহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীবৃন্দ। উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন মৃধা বলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলামের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানান।