কিশোরগঞ্জেরে হোসেনপুরে ফুটফুটে একটি পুত্র সন্তান প্রসব করে মা হয়েছে এক পাগলী। কিন্তু সন্তানটির বাবা কে তা এখনো সঠিক জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতককে কোলে তুলে নিলেন ইউএনও রাবেয়া পারভেজ। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, গতকাল উপজেলার রামপুর বাজারে পাগলী প্রসব ব্যাথা দেখে প্রতিবেশি আমির উদ্দিনের মেয়ে সাবিনা বেগম ও জেসমিন আক্তার পাগলীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে স্থানীয় ভাবে ডেলিভারি করান। স্থানীয় ভাবে ডেলিভারি যথাযত না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার রাবেয়া পারভেজ ও উপজেলা স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসির উদ্দিনের সহযোগিতায় বাচ্চা ও মাকে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে পাগলী ও তার পুত্র সন্তানটি উপজেলা প্রসাশন ও স্বাস্থ্য বিভাগ তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মজিবুর রহমান হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে পাগলী ও নবজাতকের সু-চিকিৎসার জন্য যথাযত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এদিকে সদ্য প্রসব করা সন্তানটি নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীর করছেন অনেকেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ জানান, স্থানীয় ভাবে পাগলীর ডেলিভারি যথাযথ হয়নি। তাই মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ্য আছে। তাদের উপজেলা প্রসাশন ও স্বাস্থ্য বিভাগ দেখাশোনা করছে বলে মন্তব্য করেন তিনি।