বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর দখল থেকে উদ্ধার হওয়া জমি শিশুপার্কের পরিবর্তে হচ্ছে কাঁচাবাজার

এস এম মনিরুজ্জামান টাঙ্গাইল :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

টাঙ্গাইল শহরের কেন্দ্রস্থলে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দখল থেকে উদ্ধারকৃত ৬৬ শতাংশ জমিতে পৌরসভা কাঁচাবাজার স্থাপনের কাজ শুরু করেছে পৌরকর্তৃপক্ষ। এলাকাবাসী ওই জমিতে পার্ক স্থাপনের দাবি জানিয়েছেন। ব্যস্ততম সড়কের পাশে বাজার স্থাপন করা হলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হবে। এ ছাড়া কাঁচাবাজারের জন্য আবাসিক এলাকার পরিবেশ নষ্ট হবে বলে দাবি করেছেন এলাকাবাসী। তাই তাঁরা সেখানে বাজার স্থাপন না করে পার্ক নির্মাণের দাবিতে ৭ জুলাই জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। জেলা প্রশাসন সূত্র জানায়, আকুরটাকুর পাড়া মৌজায় ৬৬ শতাংশ অর্পিত সম্পত্তিভুক্ত জমি ১৯৭২ সালে তৎকালীন গণপরিষদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বার্ষিক ভাড়ায় ইজারা নেন। ১৯৭৩ সাল পর্যন্ত তিনি ভাড়া পরিশোধ করতেন। একপর্যায়ে লতিফ সিদ্দিকী নিজেই ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। মামলায় নিম্ন আদালতে তিনি ডিগ্রি পান। সরকারপক্ষ জেলা জজ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে লিভ টু আপিল করে। সরকারের পক্ষে রায় দেন আদালত। পরে লতিফ সিদ্দিকী উচ্চ আদালতে সরকারের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। সুপ্রিম কোর্টও সরকারের পক্ষে রায় দেন। লতিফ সিদ্দিকীর দখল থেকে গত ২৪ জানুয়ারি জমিটি উদ্ধার করে জেলা প্রশাসন। জেলা প্রশাসন জমিটিতে একটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেয়। পার্কটি বঙ্গবন্ধুর ছেলে শেখ রাসেলের নামে ‘শেখ রাসেল শিশুপার্ক’ করার ঘোষণা করা হয়। পরে জমিটি টাঙ্গাইল পৌরসভাকে ইজারা দেওয়া হয়। পৌরসভা সেখানে কাঁচাবাজার করার সিদ্ধান্ত নেয়। ওই জায়গায় ৬৭টি দোকান এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত শেড নির্মাণকাজ শুরু হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বটতলা বাজারটি রাস্তার ওপরে বসে, এ জন্য স্থানান্তের প্রয়োজন। কিন্তু সেটি সদর সড়কের পাশে স্থানান্তর করা হলে আরও বেশি অসুবিধার সৃষ্টি হবে। বাজার স্থাপনের নকশা করা হলেও সেখানে পার্কিং ব্যবস্থা নেই। ফলে বাজারে মালামাল আনা–নেওয়ার গাড়ি এবং ক্রেতা-বিক্রেতাদের গাড়ি এলে সদর সড়ক এবং উত্তর পাশে তালতলা সড়কে প্রতিনিয়ত যানজট লেগে থাকবে। এ ছাড়া আবাসিক এলাকায় কাঁচাবাজার হলে এলাকার পরিবেশ নষ্ট হবে। তাই সেখানে পার্ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক সাংবাদিকদের জানান, শহরের বটতলা বাজারটি রাস্তার ওপরে বসে। ওই বাজার স্থানান্তরের দাবি দীর্ঘদিনের। জেলা প্রশাসন কর্তৃক উদ্ধার হওয়া জায়গাটি পৌরসভা বার্ষিক ভাড়ায় ইজারা নিয়েছে। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সর্বসম্মতিভাবে বটতলা কাঁচাবাজারটি ওই জায়গায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে মানসম্মত ও পরিচ্ছন্ন কাঁচাবাজার স্থাপনের কাজ চলছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি সাংবাদিকদের জানান, জমিটি উদ্ধার করার পর সেখানে ‘শেখ রাসেল শিশুপার্ক’ স্থাপনের পরিকল্পনা হয়েছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জমিটিতে পার্ক স্থাপন না করে অন্য কোনো জনস্বার্থে ব্যবহারের পরামর্শ দেয়। এ ছাড়া অর্পিত ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি সরকারি কোনো দপ্তরকে স্থায়ীভাবে দেওয়ার বিধান নেই। এ ছাড়া জেলা উন্নয়ন সমন্বয় সভায় উদ্ধারকৃত জায়গাটিতে বটতলা বাজার স্থানান্তরের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। পরে অস্থায়ীভাবে শর্ত সাপেক্ষে পৌরসভাকে জমিটি বার্ষিক ভাড়ায় ইজারা দেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com