শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের ঈদ উপহার দিলেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা

সিরাজ উল্লাহ (কোম্পানীগঞ্জ) নোয়াখালী :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

নোয়াখালী কোম্পানীগঞ্জে মহামারি করোনা ভাইরাসে সরকারি লকডাউনে কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে ঈদ উপহার প্রদান করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বসুরহাট পৌরসভা মিলনায়তনে তিনি এ উপহার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারন সম্পাদক মোঃ ইউনুছ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে এম আনোয়ার তোহা (দৈনিক ইনকিলাব), সাধারন সম্পাদক জাফর উল্যাহ পলাশ (দৈনিক ইত্তেফাক)। সাংবাদিকদের মধ্যে হতে আরো উপস্থিত ছিলেন মোঃ তবিবুর রহমান টিপু(দৈনিক সমকাল), নাজিম উদ্দিন খোকন (দৈনিক মানবজমিন), ফরিদ উদ্দিন রাশেদ,(দৈনিক নয়াদিগন্ত) এহসানুল আলম খসরু(দৈনিক খোলা কাগজ), মাইন উদ্দিন আহমেদ সেলিম(সাপ্তাহিক নোয়াখালী কন্ঠ), শরফুদ্দিন শাহীন (দৈনিক যুগান্তর), নুর আলম বিপ্লব (দৈনিক আমাদের সময়), রতি লাল দাস (দৈনিক যায়যায়দিন), মানিক তালুকদার (দৈনিক স্বাধীনমত), রমজান আলী রানা (দৈনিক সময়ের আলো), পিন্টু ভৌমিক (দৈনিক মানবকন্ঠ), মোঃ সিরাজ উল্যাহ (দৈনিক খবরপত্র ও সাপ্তাহিক অগ্রযাত্রা) সহ প্রমুখ। ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে মির্জা কাদের সাংবাদিকদের কাছে ৫টি দাবী তুলে ধরেন এর মধ্যে উল্লেখ যোগ্য দাবী গুলো তুলে দরে বলেন সাংবাদিক মুজাক্কির হত্যা মামলার সুস্থ তদন্ত করে দোষিদের শাস্তি,অবৈধ অন্ত্র উদ্ধার করতে হবে। কাদের মির্জা আরও বলেন, প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে এবং আমাদের যে সব মামলাগুলো আছে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মির্জা বলেন, আমি শান্তির প্রস্তাব দিয়েছি আমি কোম্পানীগঞ্জে শান্তি চাই। কোম্পানীগঞ্জে শান্তি ফিরিয়ে আনার জন্য অনতিবিলম্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com