গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ৩৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে এক হাজার ১৯০ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হলো। এছাড়াও বুধবার (৬ মে) রঘুনাথ রায় (৪৮) নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মারা গেছেন। এনিয়ে করোনায় ছয় পুলিশ সদস্য মৃত্যুবরণ করলেন।
বুধবার (৬ মে) সূত্র জানায়, এখন পর্যন্ত পুলিশের এক হাজার ১৯০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার পর্যন্ত এই হিসেব ছিল এক হাজার ১৫৩ জনে। আক্রান্তদের মধ্য থেকে মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। আইসোলেশনে আছেন এক হাজার ৮৯ জন। কোয়ারান্টিনে আছেন এক হাজার ২৬০ জন।
আক্রান্তদের অর্ধেকই ঢাকা মহানগর পুলিশের সদস্য। বুধবার পর্যন্ত ঢাকা মহানগর পুলিশে ৫৭৬ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। পুলিশের যে ছয় সদস্য মারা গেছেন তাদের সবাই ঢাকায় বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) ৬ মে পর্যন্ত দেশে ১৮৬ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন ১১ হাজার ৭১৯ জন।
এমআর/প্রিন্স