কক্সবাজার জেলারঈদগাঁওকে থানার পর উপজেলা হিসাবেকে অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার( ২৬ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’র ১১৭ তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রীপরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার’র ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যতালিকায় দেশের বিভিন্ন এলাকার ৮টি গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে ঈদগাহ’কে উপজেলায় রূপান্তরের বিষয়টি স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবনায় এক নম্বরে রাখা হয়েছিল। সোমবার অনুমোদন পাওয়া ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন হচ্ছে-যথাক্রমে ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী। প্রায় এক লক্ষ ২৫ হাজার জনসাধারণ নিয়ে ঈদগাঁওকে কক্সবাজার জেলার নবম প্রশানিক নতুন উপজেলা হিসাবে অনুমোদন দেয়া হয়েছে। এ খবর ঈদগাঁওয়ে পৌঁছার মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এ উপজেলা বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তাদের কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছেন। এরা হলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল ফোরকান আহমদ, এমপি সাইমুম সরওয়ার কমল ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম। অন্যদিকে মুহূর্তেই বিভিন্ন এলাকায় চলছে মিষ্টি বিতরণ ও আনন্দের বন্যা। ঈদগাও উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী তরুণ শিল্পীপতি হুমায়ূন করিম সিকদার যিনি সর্ব প্রথম মিষ্টি বিতরণ করেন ওনার সাথে কথা হলে জানান, সত্যি আনন্দিত! কিভাবে প্রকাশ করব ভাষা খুঁজে পাচ্ছিনা। আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে কর্নেল ফোরকান আহমদ,এমপি সাইমুম সরওয়ার কমল ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিমসহ যারা এ আমাদের দীর্ঘদিনের সপ্নকে,প্রানের দাবীকে বাস্তবায়ন করেছেন সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।