কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল’র অর্থায়নে ও ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ’ ৫১ টিম এর সহযোগীতায় দেবিদ্বারে বিনামূল্যে অক্সিজেন সার্ভিস সেবা সোমবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ‘হ্যালো স্বেচ্ছাসেবকলীগ’ এর সমন্বয়ক মোঃ সাদ্দাম হোসেন নেতৃত্বে পুরাতান বাজার এলাকায় বিনামূল্যে অক্সিজেন সার্ভিস সেবা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাংবাদিক মাহমুদুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী কাউসার, সহ-সভাপতি মোঃ বাসির মোল্লা, মোঃ সোহাগ, যুগ্ম-সাধারন সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মাসুদ, মোঃ সজিব, মোঃ রুবেল হোসেন সহ আরো অনেকে। হ্যালো স্বেচ্ছাসেবকলীগ টিমের সমন্বয়ক মো. সাদ্দাম হোসেন জানান, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলএর অর্থায়নে ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশে আপাতত ৩০টি সিলিন্ডার দিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। চারদিকে অক্সিজেনের হাহাকার দেখেছি নিজের চোখে। ফোন পাওয়ার সাথে সাথে ৫১ জন স্বেচ্ছাসেবী সদস্য দ্রুত অক্সিজেন পৌছে দিচ্ছে। এছাড়াও আমরা এ পর্যন্ত অক্সিজেন ও খাদ্য দিয়ে প্রায় অর্ধশত মানুষকে আমাদের সেবার আওতায় এনেছি। অক্সিজেনের অভাবে যাতে কোন মানুষ মৃত্যুর কোলে ঢলে না পড়েন সে দিকে শতভাগ খেয়াল রাখছি। এ জন্য জরুরি প্রয়োজনে একটি হেল্পলাইন নম্বর ০১৩০৩০৫৯৪০৯খোলা হয়েছে, যা দিনরাত ২৪ ঘণ্টা সচল থাকবে। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জি এস মান্নান মোল্লা বলেন, এই করোনা মহামারির সংকটকালে মানুষ নিজের জীবনের চিন্তাই করছেন বেশি। কিন্তু হ্যালো স্বেচ্ছাসেবকলীগের ৫১টিমের সদস্যরা জীবনের চিন্তা না করে সর্বাধিক ঝুঁকি নিয়ে মানুষের মাঝে এ সেবা পৌছে দিচ্ছেন। তবে আমাদের টিম যা করছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও সাহসী একটি কাজ। তবে আমি মনে করি সমাজের বিত্তশালীরা এগিয়ে এলে করোনা রোগীরা অন্তত অক্সিজেন সেবা পাবেন।