যশোরে লকডাউন চলাকালে শহরে আসা অটো রিকশা ও ইজিবাইক চালকদের ২০০০ টাকা করে অনুদান দিচ্ছে জেলা প্রশাসন। লকডাউনে বাড়ির বাইরে আসা বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের সহায়তায় দেওয়া হচ্ছে এ অনুদান। সোমবার থেকে শুরু করা হয়েছে এই কর্মসূচি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান সোমবার রাতে জানান, ওইদিন শহরে অটো রিকশা ও ইজিবাইক চালানো ৩৬ জন চালকের মধ্যে ২০০০ করে ৭২০০০ টাকা দেওয়া হয়। ওই সময় তাদের রিকশা ও ইজিবাইক নিয়ে সাময়িকভাবে ঈদগাহ ময়দানে রেখেছে প্রশাসন। লকডাউন শেষে জব্দ করা রিকশা ও ইজিবাইক ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান কাজী সায়েমুজ্জামান। জেলা প্রশাসনের এই কর্মসূচি ইতিবাচক বলে মন্তব্য করেছেন যশোরের অনেকেই। ইতিবাচক হিসেবে নিয়েছেন অটো রিকশা ও ইজিবাইক চালকরাও। রোমান নামে একজন ইজিবাইক চালক বলেন,‘আমাদের যদি সংসার চালানোর মতো ব্যবস্থা থাকে তাহলে কেন করোনার মধ্যে গাড়ি চালাতে যাবো।’ একই ধরনের কথা বলেন তোশারফ হোসেন নামে একজন অটো রিকশা চালকও।