নতুন চমক দেখালেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্রাক্টরে চালিয়ে সংসদে গেলেন তিনি। কৃষি আইন বাতিলের দাবিতে ও কৃষকদের আবেদন তুলে ধরতে সোমবার ট্রাক্টর চালিয়ে সংসদ ভবনের ঠিক সামনে গিয়ে থামেন তিনি। তবে ট্রাক্টরটি ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রাহুল গান্ধী জানান, কেন্দ্রের কানে কৃষকদের আবেদন পৌঁছে দিতেই ট্রাক্টর নিয়ে সংসদে এসেছেন তিনি।
তিনি বলেন, ‘আমি আজ সংসদে কৃষকদের বার্তা নিয়ে এসেছি। সরকার কৃষকদের কণ্ঠরোধ করছে এবং এ বিষয়ে সংসদে কোনো আলোচনাই হতে দিচ্ছে না। সারা দেশ জানে যে, এ আইনগুলো শুধু দুই থেকে তিনজন বড় শিল্পপতির স্বার্থে আনা হয়েছে।’