বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন

যুবলীগ নেতা বক্করের উদ্যোগে আলাউদ্দিন নাসিমের সুস্থতা কামনায় সালাতুন নারিয়া খতম

সাইফুল ইসলাম মজুমদার ফুলগাজী (ফেনী) :
  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১

ফুলগাজী উপজেলা যুবলীগের সহ-দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক বক্করের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং তার পরিবারের সদস্যদের করোনা মুক্তি ও সুস্থতা কামনায় সালাতুন নারিয়া ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই (মঙ্গলবার) যোহরের নামাজের পরে ফুলগাজী সদরের নিলক্ষী মানু মেম্বার জামে মসজিদে এই খতমের আয়োজন করা হয়। এসময় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে নিয়ে দোয়া-মুনাজাতে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, তার স্ত্রী ডাক্তার জাহানারা আরজু, তার মেয়ে রাইসা ও শ্বশুর-শাশুড়ির করোনা মুক্তি ও সুস্থতা কামনা করা হয়। আবু বক্কর বিএনপি জামাত জোট সরকারের আমলে গোসাইপুরে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে হামলা এবং মামলার শিকার হয়। তখন আলাউদ্দিন চৌধুরী নাসিমের সহযোগিতায় ঐ মামলা থেকে রেহায় পায়। তাৎক্ষনিক তখনকার বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী তাদেরকে দেখতে ইচ্ছা প্রকাশ করে এবং তাদের সাথে আলাপচারিতা শেষে ফুলের তোড়া দিয়ে বিদায় নেয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com