বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

‘জয়যুগান্তর পত্রিকার অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুকরণীয়’

বগুড়া প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১

বগুড়ায় অতিমারি করোনা সংক্রমণ মোকাবেলায় অক্সিজেন সিলিন্ডার প্রদানের মাধ্যমে এগিয়ে এলো দৈনিক জয়যুগান্তর পত্রিকা। বুধবার বেলা দেড়টার দিকে শহরের ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে এই সিলিন্ডার হস্তান্তর করা হয়। এ কর্মসূচিতে প্রথম ধাপে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. জিয়াউল হক এই সিলিন্ডারগুলো গ্রহণ করেন। হস্তান্তরকালে তার সাথে মোহাম্মদ আলী হাসপাতালের তত্বাবধায়ক ডা. নুরুজ্জামান সঞ্চয় উপস্থিত ছিলেন। সিলিন্ডার গ্রহণকালে জেলা প্রশাসক মো. জিয়াউল হক বলেন, প্রাইভেট বা করপোরেট সেক্টর থেকে করোনা মোকাবেলায় এগিয়ে আসা অত্যন্ত প্রসংশনীয় ব্যাপার। আজকে জয়যুগান্তর পত্রিকা যে অক্সিজেন সিলিন্ডার দিল তা অবশ্যই অনুকরণীয়। ডিসি বলেন, আমি আশা করছি এমন আরও একশ জয়যুগান্তর আছে বগুড়া শহরে, যারা ইচ্ছে করলেই এমন সহযোগিতা করতে পারে। এতে হসপিটাল ম্যানেজমেন্টের যদি কোন সমস্যা থাকে তা সমাধান করা সম্ভব হবে। অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরে আরও ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ, জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) জেলা উপপরিচালক মামুনুর রশিদ, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন, মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও শফিক আমিন কাজল। অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‘দৈনিক জয়যুগান্তর পত্রিকা’র প্রকাশক ও সম্পাদক নাহিদুজ্জামান নিশাদ। এ সময় তিনি বলেন, করোনা সংকট এখন বৈশ্বিক সমস্যা। এই রোগে মানুষ সবচেয়ে বেশি অক্সিজেন সংকটে ভুগছে। সমাজের সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই অতিমারি মোকাবেলা করা অত্যন্ত কঠিন। এমন লক্ষ্য নিয়ে অক্সিজেন সিলিন্ডার প্রদান করার উদ্যোগ নেয়া বলে জানান নাহিদুজ্জামান নিশাদ। তিনি বলেন, প্রথম ধাপে ৫টি সিলিন্ডার মোহাম্মদ আলী হাসপাতালে দেয়া হয়েছে।পর্যায়ক্রমে আমরা আরও বিতরণ করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম, ডা. বাবলুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু, ডা. রাসেল, ইউএনডিপির জেলা কর্মকর্তা মাসুদা ইসলাম, দৈনিক জয়যুগান্তর পত্রিকার নিউজ এডিটর ও মাছরাঙ্গা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com