শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

চিলাহাটি-হলদিবাড়ি রেল রুটে ১ আগষ্ট থেকে মালবাহী ট্রেন চালু- ট্রায়ালে এলো ভারতীয় ইঞ্জিন

আশরাফুল হক কাজল চিলাহাটি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

আগামী ১ আগস্ট থেকে চিলাহাটি-হলদিবাড়ি রুটে বিভিন্ন মালামাল নিয়ে ভারতীয় মালবাহী ওয়াগান যাতায়াত করবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার(২৯ জুলাই) ভারতের হলদিবাড়ি রেলস্টেশন থেকে ২টি পাওয়ার ইঞ্জিন চিলাহাটি পর্যন্ত ট্রায়ালে আসে। সকাল সোয়া এগারটায় হলদিবাড়ি রেলস্টেশন থেকে পাওয়ার ইঞ্জিন দুটি (৪০৪০৩/৪০৪০৪ ডাবলু ডিপিফরডি) ১২ জন রেল কর্মকর্তাদের নিয়ে বাংলাদেশের চিলাহাটি রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় এবং দুপুর সারে বারোটায় চিলাহাটি রেলস্টেশনে এসে পৌছায়। এ সময় তাদের ফুল দিয়ে স্বাগত জানায় চিলাহাটি রেলস্টেশনের স্টেশন মাষ্টার আশরাফুল ইসলাম, পি ডাবলু সুলতান মৃর্ধা, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম, চিলাহাটি বিজিবি কোম্পানি কমান্ডার খোদাবকস, সিআই পার্বতীপুর রফিকুল ইসলাম, সৈয়দপুর জিআরপি থানার এসআই শাহাজাহান, চিলাহাটি আরএনবি ইউনিটের হাবিলদার সেলিম হোসেন। ট্রায়ালে আসা ভারতীয় রেল কর্মকর্তাবৃন্দ হলেন, এসআর গুডস্ গার্ড নির্মল গোরামি, নরদ পোদ্দার, বিনোদ কুমার, মুকেশ কুমার সিং, এলপি বিবেকানন্দ চৌধুরী, মনোজিৎ পাল চৌধুরী, রাবিশ পাটেল, রাকেশ কুমার, এএলপি অরিজিৎ রায়, ঋতু রাজ, অর্ক দাস ও গৌরভ কুমার । উভয় দেশের কর্মকর্তাবৃন্দ চিলাহাটি রেলস্টেশনের অতিথি রুমে শুভেচ্ছা বিনিময় করেন। পরে চিলাহাটি রেলস্টেশনের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হন তারা। এ সময় ভারতীয় এলপি বিবেকানন্দ চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামী ১ আগস্ট থেকে এই পথ দিয়ে ভারতের বিভিন্ন মালামাল নিয়ে ভারতীয় মালবাহী ওয়াগান যাতায়াত করবে। সেই কারনেই আজকের এই ট্রায়াল। উল্লেখ্য যে,২০২০ সালের ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর চিলাহাটি রেলস্টেশন থেকে ভারতীয় কয়েকটি খালি মালবাহী ওয়াগান নিয়ে বাংলাদেশের একটি পাওয়ার ইঞ্জিন ভারতের হলদিবাড়ী রেলস্টেশনে পৌছার মধ্যদিয়ে চিলাহাটি-হলদিবাড়ি রেল রুটটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল। দীর্ঘ ৭ মাস পর প্রথম ভারতীয় ২টি পাওয়ার ইঞ্জিন চিলাহাটি পর্যন্ত ট্রায়ালে আসে। ইমিগ্রেশনের কাজ শেষে দুপুর দুইটায় পাওয়ার ইঞ্জিন দুটি হলদিবাড়ির উদ্দেশ্যে চিলাহাটি ত্যাগ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com