যশোর পৌরসভায় মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ সোমবার সকাল ১০ টায় এই অভিযানের উদ্বোধন করেন। পৌরসভা চত্বরে উদ্বোধন করা হয় মশক নিধন অভিযানের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, শাহেদুর রহমন ও প্রদীপ কুমার নাথ বাবলু, সচিব আজমল হোসেন, উপসহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার,হিসাব রক্ষক আব্দুল হান্নান, কনজারভেন্সি অফিসার মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, আবু বকর ও মেহেদি হাসান। উদ্বোধনের পর প্রথম দিন ডিসির বাংলো, ম্যাজিস্ট্রেট কোয়ার্টার, পৌরপার্ক ও পৌরসভার আশেপাশে স্প্রে করা হয়। আজ মঙ্গলবার নয়টি ওয়ার্ডে একযোগে জীবাণুনাশক স্প্রে করা হবে বলে জানিয়েছেন মেয়র।