বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

দেবিদ্বারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মতিনের দাফন সম্পন্ন

ফখরুল ইসলাম সাগর দেবিদ্বার (কুমিল্লা) :
  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মতিন(৮২) এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। সোমবার দুপুর আড়াইটায় জাফরগঞ্জ ইউনিয়নের বারুর বারাম বাড়ির মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাাহী রেখে গেছেন। নিহতের কফিনে সালাম প্রদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের পক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, দেবিদ্বার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এস আই মোঃ ইকতার মিয়া সহ কুমিল্লা জেলা পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ। এছাড়া বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মতিন মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেন দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম কামাল, জাফরগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মতিন(৮২) বার্ধক্যজনিত কারনে গত রাত ১.৩০মি: ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com