বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

শেরপুরে বিএনপির করোনা হেল্প সেল এর উদ্বোধন

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

করোনা মহামারী (কোভিড-১৯) রোধকল্পে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) করোনা হেল্প সেল এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৩ আগষ্ট দুপুর ১২ টায় রঘুনাথ বাজারস্থ বিএনপির কার্যালয়ে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপনের সঞ্চালনায় ও সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচানা সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক হযরত আলী, শহর বিএনপির আহবায়ক এড. আব্দুল মান্নান, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ প্রমূখ। এসময় ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম খান, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন। বক্তব্য শেষে ডক্টরস এসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) এর সহযোগীতায় ৫ টি অক্সিজেন সিলিন্ডার, পিপিই, হ্যান্ড সেনিটাইজার, মাস্ক, করোনা চিকিৎসায় প্রাথমিকভাবে ব্যাবহারের জন্য প্রয়োজনীয় ঔষধ জেলা বিএনপির কাছে তুলে দেওয়া হয়। উল্লেখ্যে শেরপুর জেলায় করোনা সংক্রান্ত যে কোন সহযোগীতার জন্য প্রস্তুত থাকবেন ড্যাব সদস্য ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল্লাহেল ওয়াসী খান জনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com