শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

আবুতোরাব বড়তাকিয়া সড়ক খানাখন্দে ভরা, চলাচলে দুর্ভোগ

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১

মিরসরাইয়ে খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ডিসি ওবাইদুল্লাহ সড়ক প্রকাশ (আবুতোরাব- বড়তাকিয়া সড়ক) । সড়কটিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দের। ৪ কিলোমিটার এ রাস্তার মধ্যে ১ কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিব নতুন রাস্তার মধ্যে পড়ে যাওয়ায় বাকি ৩ কিলোমিটারের অবস্থা নাজুক হয়ে পড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলে মালামাল বহনের প্রধান সড়ক থাকলেও বর্তমানে অর্থনৈতিক অঞ্চলের নতুন রাস্তা নির্মাণের কাজ শেষ হওয়ায় আবুতোরাব-বড়তাকিয়া সড়কটি সংস্কারের অভাবে অবহেলায় পড়ে আছে দীর্ঘদিন যাবৎ। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আর দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। সড়ক বিভাগ বলছে, রাস্তা সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে। মায়ানী ও মঘাদিয়া এলাকাবাসীর গুরুত্বপূর্ণ সড়ক হলেও সাহেরখালী, মিঠানালাসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে থাকে এই সড়ক দিয়ে। খানাখন্দে ভরা সড়কের কারণে দীর্ঘদিন এ সড়কে চলাচলকারী মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। তাই শিগগিরই এ সড়ক সংস্কারের দাবি চালাচলকারী মানুষ ও এলাকাবাসীর। সড়কে নিয়মিত সিএনজি অটোরিকশা চালক সাইফুল ইসলাম জানান, এ সড়কে চলাচলকারী মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়ছেন। এ সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত আর তাতে জমে থাকে পানি। এ বিষয়ে বাজার কমিটির সভাপতি ডাক্তার. ইয়াছিন মিয়া বলেন, অর্থনৈতিক অঞ্চলের নতুন রাস্তা নির্মাণের কাজ শেষ হওয়ার এ সড়ক যেমন অবহেলিত, ঠিক এই বাজারও অবহেলিত। এই বাজারের প্রায় ৮০০ ব্যবসায়ী আজ দিশাহারা। আশার বাণী এই যে, গুরুত্বপূর্ণ সড়কটি মেরামতের কাজ অতিসত্বর ঠিকাদার শুরু করবে বলে জানিয়েছেন মীরসরাই উপজেলা ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com