মিরসরাইয়ে খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ডিসি ওবাইদুল্লাহ সড়ক প্রকাশ (আবুতোরাব- বড়তাকিয়া সড়ক) । সড়কটিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দের। ৪ কিলোমিটার এ রাস্তার মধ্যে ১ কিলোমিটার বঙ্গবন্ধু শেখ মুজিব নতুন রাস্তার মধ্যে পড়ে যাওয়ায় বাকি ৩ কিলোমিটারের অবস্থা নাজুক হয়ে পড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলে মালামাল বহনের প্রধান সড়ক থাকলেও বর্তমানে অর্থনৈতিক অঞ্চলের নতুন রাস্তা নির্মাণের কাজ শেষ হওয়ায় আবুতোরাব-বড়তাকিয়া সড়কটি সংস্কারের অভাবে অবহেলায় পড়ে আছে দীর্ঘদিন যাবৎ। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা আর দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। সড়ক বিভাগ বলছে, রাস্তা সংস্কারে উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই এ সমস্যার সমাধান করা হবে। মায়ানী ও মঘাদিয়া এলাকাবাসীর গুরুত্বপূর্ণ সড়ক হলেও সাহেরখালী, মিঠানালাসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে থাকে এই সড়ক দিয়ে। খানাখন্দে ভরা সড়কের কারণে দীর্ঘদিন এ সড়কে চলাচলকারী মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। তাই শিগগিরই এ সড়ক সংস্কারের দাবি চালাচলকারী মানুষ ও এলাকাবাসীর। সড়কে নিয়মিত সিএনজি অটোরিকশা চালক সাইফুল ইসলাম জানান, এ সড়কে চলাচলকারী মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়ছেন। এ সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত আর তাতে জমে থাকে পানি। এ বিষয়ে বাজার কমিটির সভাপতি ডাক্তার. ইয়াছিন মিয়া বলেন, অর্থনৈতিক অঞ্চলের নতুন রাস্তা নির্মাণের কাজ শেষ হওয়ার এ সড়ক যেমন অবহেলিত, ঠিক এই বাজারও অবহেলিত। এই বাজারের প্রায় ৮০০ ব্যবসায়ী আজ দিশাহারা। আশার বাণী এই যে, গুরুত্বপূর্ণ সড়কটি মেরামতের কাজ অতিসত্বর ঠিকাদার শুরু করবে বলে জানিয়েছেন মীরসরাই উপজেলা ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।