শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন

ডোমারে জেলা পরিষদের উদ্যোগে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ

আনিছুর রহমান মানিক ডোমার (নীলফামারী) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

নীলফামারীর ডোমারে জেলা পরিষদের উদ্যোগে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী হিসাবে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (১১আগষ্ট) বিকালে ডোমার ডাকবাংলো মাঠে এ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, নীলফামারী জেলা পরিষরেদর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন। এ সময় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, সদস্য শিউলী আক্তার, মিজানুর রহমান, ডোমার প্রেসক্লাবের আহবায়ক আসাদুজ্জামান চয়ন প্রমূখ উপস্থিত ছিলেন। জেলা পরিষরেদর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা জয়নাল আবেদীন জানান, মানীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে চিলাহাটি ও ডোমারে ৮ শত পরিবারের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পুরো জেলায় প্রায় ৮ হাজার পরিবারের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, সাবান ও মাস্ক বিতরণ করা হবে। এর আগেও কোভিট ১৯ (করোনা) মোকাবেলায় উপ-খাত হতে জেলার প্রতিটি উপজেলায় একাাধীকবার জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ হাজারো মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে চাল, ডাল, আলু, মাস্ক, সাবানসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাহিরে না গিয়ে সার্বক্ষনিক মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রেখে কোভিট-১৯ কারোনা টিকা প্রদানের পরামর্শ প্রদান করেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com