শেরপুর পৌরসভাধীন ৬নং ওয়ার্ডস্থ কসবা ভাটিপাড়ায় ব্রিজে হুমকি নিয়ে চলাচল করছে যানবাহন। ১০ আগষ্ট মঙ্গলবার সরজমিনে দেখা গেছে এমন চিত্র। যেখানে অটোরিকশা, ট্রাক, মিনি ট্রাকসহ পণ্যবাহী বিভিন্ন গাড়ী ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। স্থানীয়দের অভিযোগ খুব দ্রুত সময়ে পুরো ব্রিজ সংস্কার না করলে যে কোন সময়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় এলাকাবাসী আনোয়ার জানান, পৌর মহল্লার শেরী পাড়া ভায়া কসবা মহল্লার এই ব্রিজটি অনেক পুরনো। ব্রিজটি আনুমানিক ৬৫ বছর আগে নির্মিত হয়েছিল। গত কয়েকদিনের ভারি বর্ষনে ব্রিজের নিচে মাটি সরে গিয়ে ব্রিজের পূর্বের অংশ ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ব্রিজটি এখন চরম হুমকির মুখে রয়েছে। এই ব্রিজ দিয়ে কামারের চর, ঝগড়ার চর সহ অন্যানো এলাকা থেকে মাল ও পণ্যবাহী ভারি যানবাহন যাতায়াত করে। তাই ব্রিজটি পুনঃনির্মান না করা হলে যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। এবিষয়ে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র ২ জানান, খবর পেয়ে আমি ওই এলাকায় গিয়েছিলাম। এলাকাবাসীর সাথে কথা বলেছি। ইতিমধ্যে বিষয়টি পৌর মেয়র অবগত রয়েছেন। এ ব্যাপারে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন জানান, আমি ব্রিজটি পরিদর্শন করেছি। এই বিষয়ে শেরপুর পৌরসভার পক্ষ হতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।