শনিবার, ০৬ জুলাই ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
দাবা খেলতে খেলতেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া আসমা আব্বাসীর ইন্তেকাল রোহিঙ্গা সঙ্কট: আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ও সহায়তা কমছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় হাতের টানে ঊঠে যাচ্ছে রাস্তার পিচ দেবিদ্বারে ঝূঁকিপূর্ণ সেতুতে চালক ও যাত্রীদের আতংকে পারাপার পাঁচবিবিতে বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র বিক্রি শুরু গাইবান্ধায় দিনমজুরের বাড়ীঘর ভাংচুর লুটপাট কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কালীগঞ্জে মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের একাংশের মিছিল ফরিদপুরে টানা চতুর্থ দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

গোপালপুরে শ্রদ্ধা-ভালোবাসায় জাতির পিতাকে স্মরণ

সেলিম হোসেন (গোপালপুর) টাঙ্গাইল :
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে নানা কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতাকে স্বরণ করেছে টাঙ্গাইলের গোপালপুরের সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে রোববার উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম দাখিল মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে বাঙালির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও খাবার পরিবেশন করা হয়। মাদরাসার সুপার মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মিন্টু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, শাহিনুর রহমান, লুৎফর রহমান, হুমায়ুন কবির, হুমায়ুন খালিদ, আবুল হোসেন, লিপি খাতুন, আঃ সালাম, আমিনুল ইসলাম, ক্বারী গোলাম মোস্তফা, অফিম সহকারি আব্দুর রহমানসহ অন্যান্য শিক্ষক মন্ডলী, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মিন্টু মিয়া বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন এই স্বাধীন দেশের ‘হৃদয়’। ঘাতকরা তাঁকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবকর্ণার ও শহিদ মিনার শিক্ষার একটি অংশ। এ থেকে শিক্ষার্থীরা শহিদ মিনারের গুরুত্ব ও তাৎপর্য এবং মুজিব কর্ণানের মাধ্যমে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস ও স্বাধীনতা সম্পর্কে জানতে পারবে। মুজিব কর্ণার ও শহিদ মিনারের জন্য সরকারি কোনো অনুদান না পেলেও প্রয়োজনে নিজস্ব অর্থায়নে আগামী দুই মাসের মধ্যে এ প্রতিষ্ঠানে একটি শহিদ মিনার ও মুজিব কর্ণার তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করলাম।’ শেষে মাদরাসার সহকারি শিক্ষক নূরুল ইসলাম বাচ্চু জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com