বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

রংপুরে জাতীয় শোক দিবসে বিচার বিভাগের শ্রদ্ধা নিবেদন ও ভার্চুয়াল আলোচনা এবং এতিমদের মাঝে খাদ্য বিতরণ

নুর হাসান চান রংপুর :
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গ মাতা শেখ ফজিলাতুননেছা সহ ১৫ ই আগষ্ট-এ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোক র?্যালী বের করেন রংপুরবিচার বিভাগ। শোক র?্যালী শহীদ মিনারে উপস্থিত হয়ে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শাহেনুর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক যাবিদ হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রোকনুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোঃ আলী আহাম্মেদ, সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনাল এর বিচারক মোঃ আব্দুল মজিদ, মানব পাচার ট্রাইব্যুনাল এর বিচারক মোঃ মুজিবুর রহমান, সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল এর বিচারক মোছাঃ ইশরাত জাহান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী, মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট এফ.এম আহসানুল হক, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াছমিন মুক্তা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন, ফজলে এলাহী খাঁন, মোঃ জাহাঙ্গীর আলম এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমান, দেবাংশু কুমার সরকার, আল-মেহবুব, কে.এম হাফিজুর রহমান ও যুগ্ন জেলা জজ ২য় আদালতের বিচারক সাদিয়া সুলতানা, যুগ্ন জেলা জজ ৩য় আদালতের বিচারক স্নিগ্ধা রানী সরকার, বিচারক জুলফিকার উল্লাহ, রংপুর আইনজীবি সমিতির সভাপতি আব্দুল মালেক ও সাধারন সম্পাদক আব্দুল হক। সিনিয়র জেলা ও দায়রা জজ শাহেনুর-এর সভাপতিত্বে শহীদদের রুহের মাগফেরাতের জন্য এক ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সিনিয়র জেলা ও দায়রা জজশাহেনুর-এর নির্দেশক্রমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এর নেতৃত্বে কেরামতিয়া এতিমখানা, সাতগাড়া এতিমখানা, আল-আমিন এতিমখানা, কেরানীরহাট শরীফিয়া দারুল উলুম এতিমখানার এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণে সহযোগীতা করেন,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাব রক্ষক খাইরুল হোসেন, জুডিশিয়াল পেশকার মোস্তাফিজার রহমান, প্রধান তুলনাকারক মাহফুজার রহমান চৌধুরী ও নাজির মোঃ মশিয়ার রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com