শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

আদমদীঘির মানসিক ভারসাম্যহীন আলীবর ও মোস্তফার খবর কেউ রাখে না

আদমদীঘি প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

অসহায় হলেও তাদের মনে যেন অফুরন্ত বিনোদন

বৈচিত্রময় এই পৃথিবীর বিচিত্র কিছু মানুষ প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের মনে কোন ভাবনা চিন্তাই যেন নেই। আছে শুধু তাদের মনে অফুন্ত ভালবাসা ও বিনোদন। তারা সারাদিন ঘোরাফেরা করে যেখানেই একটু সুযোগ পায় সেখানেই যেটুকু খাবার পায় তা খেয়েই যেন তারা শান্ত। নেই কোন চিন্তা ভাবনা এমন সব মজার মানুষের দেখা বা ঘটনা নজরে পরে যা অস্বাভাবিক। এমনি বৈচিত্রময় দুই জনকে চলাফেরা করতে দেখা যায় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা ঘাটে। মাথায় তাদের বড় বড় চুল, মুখে দাড়ি আর গায়ে জোড়াতালি দেয়া কাপড়। দিনের পর দিন অনাহারে-অর্ধহারে একই ভাবে রাস্তায় রাস্তায় মানষিক ভারসাম্য হয়ে বছরের পর বছর ধরে ঘুরছে এক সময়ের টকবগে আলীবর ও গোলাম মোস্তফা সরদার ওরফে মোস্ত। উপজেলা সদরের গোড় গ্রামের বাসিন্দা মৃত আবুল প্রামানিকের ছেলে আলীবর(৫২) এবং মৃত মোসলিম সরদারের ছেলে গোলাম মোস্তফা সরদার ওরফে মোস্ত(৫০)। এদের দু’জনের বাড়ীই গোড় গ্রামে। ছোটবেলায় আলীবর ও গোলাম মোস্তফার অসংখ্য বন্ধু-বান্ধব সহ অনেক আত্মীয় স্বজন ছিল। এখন আলীবর ও গোলাম মোস্তফা ভারসাম্যহীন বলে আর কেউ তাদের খোজ খবর রাখে না। না বন্ধু-বান্ধব, না রক্তের কেউ কিংবা আত্মীয় স্বজন। নিয়তির নির্মম পরিহাস ভারসাম্যহীন আলীবর থানার পার্শে ইয়াছিন আলীর পরিত্যাক্ত পুরনো মাটির বাড়ীর বারান্দায় রাত্রী নেমে আসলে অসংখ্য মশার কামড়ের যন্ত্রণা নীরবে সহে ঘুমায়। আর পাগল নামে পরিচিত গোলাম মোস্তফা সারাদিন ঘুরেফিরে রাত্রী নেমে এলে বাজারের কোন এক মার্কেটের বারান্দায় ঘুমিয়ে পড়ে। অথচ এদের দু’জনাই পরিবার আছে, আছে তাদের রক্তের সর্ম্পকের আত্মীয়দের বাড়ীঘর। রাস্তায় রাস্তায় ঘুরলেও কখনো এরা কারো কাছ থেকে টাকা কিংবা খাবার চায় না। মন যখন শান্ত থাকে তখন এরা মানুষের সাথে স্বাভাবিক ভাবে কথা বলে। খোঁজ নিয়ে জানা গেছে, আদমদীঘি উপজেলা সদরের গোড় গ্রামের বাসিন্দা ভারসাম্যহীন আলীবরের বাবা আবুল প্রামানিক অনেক দিন আগে মারা যায়। তার বাবা মারা যাবার পর তার মাও পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছে। প্রায় ২৫ বছর আগে আলীবরের মাও মারা যায়। মা পাগল থাকা অবস্থায় আলীবরও ভারসাম্যহীন পাগল হয়ে পড়ে। এখন সকলেই তাকে আলীবর পাগলা বলে ডাকে। এদিকে গোলাম মোস্তফা সরদার ওরফে মোস্তর ব্যাপারে খোজ নিয়ে জানা যায়, গোড় গ্রামের মোসলিম সরদারের ছেলে সে। গোলাম মোস্তফা সরদার মোস্ত জন্মের পর থেকে যুবক হওয়া পর্যন্ত ভালোই ছিল। পরিবারের লোকজন প্রায় ২০ বছর আগে যুবক বয়সে গোলাম মোস্তফার বিয়ে দেয়। বিয়ের পর দাম্পত্য জীবনে তার একটি মেয়ে ও একটি ছেলে সন্তান হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তার শিশু মেয়ে ও ছেলে বড় না হতেই তার ছেলে মানষিক ভারসাম্যীন হয়ে যায়। এই মানষিক যন্ত্রণা ও বিভিন্ন ঘাত-প্রতিঘাতের ফলে ধীরে ধীরে মানষিক রোগীতে পরিনত হয়ে গোলাম মোস্তফা মোস্ত হঠাৎ পাগল হয়ে পড়ে। এক পর্যায়ে সে স্ত্রী, ছেলে-মেয়েকে রেখে বাড়ী ছেরে বাহিরে বাহিরে ঘুরে বেড়ায়। এমন অবস্থায় গোলাম মোস্তফার স্ত্রী তার স্বামীকে তালাক দিয়ে ছেলে-মেয়েকে দাদা-দাদীর কাছে রেখে স্বামীর সংসার ছেড়ে চলে যায়। গোলাম মোস্তফা সরদারকে এলাকার সবাই এখন মোস্ত পাগল বলেই চেনে। এদের দুজনের পরিবারের লোকজনের সাথে কথা হলে তারা জানান, অনেক চেষ্টা করা হয়েছে বাড়ী ফেরার জন্য কিন্তু কোন ভাবেই বাড়ীতে ফেরানো সম্ভব হয়নি। এখন হাল ছেড়ে দিয়েছে তারা। এখন তারা মানষিক ভারসাম্যহীন পাগল হওয়ায় কেউ তাদের খবর রাখে না। এই পৃথিবীতে আরো কত না পাগল রয়েছে, কে কার খবর রাখে। এলাকার অনেক অভিজ্ঞজনের অভিমত যদি তাদের কে সঠিক চিকিৎসা ও পরিবারের সদস্যদের ভাল আচরন এবং যতœ নিলে হয়তো এসব মানষিক ভারসাম্যহীন আলীবর ও গোলাম মোস্তফা মোস্তকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com