বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

কালীগঞ্জে পুলিশ ওপেন হাউস ডে

তৈয়বুর রহমান কালীগঞ্জ (গাজীপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

গাজীপুরের কালীগঞ্জ থানায় পুলিশ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ থানা প্রাঙ্গনে থানায় অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমানের সভাপতিত্বে¡্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিআইও-৩ মো. সানোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল) ফারজানা ইয়সমিন। পরে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদের পরিচয় দিয়ে কোন ধরনে মামলায় পুলিশের গাফিলতি বা মামলা নিচ্ছেনা, হয়রানি হচ্ছেন বা টাকার বিনিময়ে নিচ্ছে বা কোন মামলা থেকে কাউকে বাদ দিচ্ছে, মাদক সম্পর্কে কিছু থাকলে বলেন। প্রথমে কালীগঞ্জ ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর বাদল হোসেন তার বক্তব্যে বলেন, বর্তমান আনিছুর রহমান ও পূর্বের অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক খুবই ভালো ছিলেন। বর্তমানে কালীগঞ্জের সার্বিক পরিস্থিতি ভালো। পরে আওড়াখালী বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর হোসেন খান বলেন- জাংগালিয়া এলাকায় বিভিন্ন সময় গরু চোরের উপদ্রব ছিল, আরো পাহারা বাড়াতে দৃষ্টি আকর্ষণ করেন। কালীগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন বলেন, তিনি ১৫ বছর যাবত থানার সাথে সুখে-দুখে আসেন, প্রশাসন কোনদিন খামখেয়ালী করে না, কিন্তু এটা অন্যভাবে অন্যকিছু হয়। প্রশাসন চেষ্ঠা করে কালীগঞ্জ থানাকে ভালো রাখতে, বর্তমান ওসি আমাকে থানাতে আনছে সহযোগীতার কথা বলছে, উনি অত্যন্ত ভালো মানুষ, পুলিশ জেনেশুনে কারো ক্ষতি করে না। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে। এটা প্রশাসনের শুধু দূর্নাম হইছে। আমি মনেকরি পুলিশ প্রশাসন কোনদিন খামখেয়ালী করে না। পুলিশ প্রশাসন না থাকলে বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় থাকতোনা, পুলিশ আছে বলেই আজকে আমরা এখানে দাড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। প্রকৃতপক্ষে এই পুলিশ প্রশাসন জনগনের কাজ করে, সেনা বাহিনী এসে কাজ করে না। পুলিশ প্রশাসন যেভাবে জনগনের পাশে যায় সেভাবে কেউ যায়না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com