শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিডস ক্রিয়েশন টিভিতে চলছে শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’ মার্কিন নতুন প্রশাসনের সাথে সম্পর্ক আরো বাড়বে : নজরুল ইসলাম একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান ১৮,০০০ ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন জাতীয় ঐক্য গড়তে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের বৈঠক বিধবংসী আগুন তুরস্কের রিসোর্টে, নিহত কমপক্ষে ৬৬ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প ওষুধ-রেস্তোরাঁ-মোবাইলে ভ্যাট বাড়ছে না ‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১

এম.এ আউয়াল নরসিংদী :
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণকারী সংস্থা আরইবি’র আওতাধীন নরসিংদী মাধবদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মাধবদী নরসিংদী সিনিয়র জেনারেল ম্যানেজার মো: সোহেল পারভেজ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে সকল অঙ্গিকার জনসাধারণকে দিয়েছেন সে সকল অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে সিনিয়র জেনারেল ম্যানেজার মো: সোহেল পারভেজ এর নেতৃত্বে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বিদ্যুতের আলো জনগণের দূরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে একদল চৌকুশ অফিসার ও কর্মচারীর মাধ্যমে নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ মাধবদী নরসিংদী এর আওতাধীন ২টি উপজেলায় মোট ৩শত ৪১টি গ্রাম রয়েছে। ৩টি সাব সেন্টার এবং ১টি জোনাল অফিসের মাধ্যমে গ্রীডভূক্ত ২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছে। সমিতির মোট গ্রাহক সংখ্যা হচ্ছে ১ লাখ ৯২ হাজার ৮শত ৬৯টি। যার ফলে নরসিংদী সদর এর (আংশিক) ও পলাশ উপজেলার জেলার প্রায় ৫ লাখ ৮২ হাজার জনগোষ্ঠী পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে নরসিংদী জেলার নরসিংদী সদর (আংশিক) ও পলাশ উপজেলার মাধবদী-ঘোড়াশাল ও তালতলীসহ মোট ২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন। নরসিংদী মাধবদী পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর আওতাধীন ২টি উপজেলায় এ সরকারের আমলে পর্যায়ক্রমে শতভাগ বিদ্যুতের কাজ সম্পন্ন করা হয়েছে। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ মাধবদী-নরসিংদী এর নির্ভরযোগ্য একটি সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সমিতির আওতাধীন মোট ৫ লাখ ৮২ হাজার গ্রাহকের মধ্যে আবাসিক গ্রাহকের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৭শত ৫৬টি, ১৩ হাজার ৯শত ১৫টি বাণিজ্যিক, ১ হাজার ৭শত ১২টি সেচ, ১ হাজার ৪শত ৩৫টি শিল্প এবং ৭ হাজার ৩শত ১৫টি অন্যান্য গ্রাহক রয়েছে। এছাড়া সমিতির আওতাধীন ১৩টি ইউনিয়নে মোট ৮টি অভিযোগ কেন্দ্র রয়েছে। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ মাধবদী-নরসিংদী এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো: সোহেল পারভেজ জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈনউদ্দিন (অব:) এর দিকনির্দেশনায় এবং পরামর্শে মুজিব বর্ষেই আলোকিত করা হয়েছে সমিতির আওতাধীন ২টি উপজেলার ৩শত ৪১টি গ্রাম এবং পল্লী বিদ্যুৎ সমিতি-১ বর্তমানে ১ লাখ ৯২ হাজার ৮৬৯ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করছে। আবাসিক সংযোগের পাশা-পাশি নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ মাধবদী এ পর্যন্ত ৭ হাজার ৫শত ১৫টি বৃহৎ শিল্প কারখানা, ১ হাজার ৭শত ১২টি মাঝারি শিল্প কারখানা, ১ হাজার ৪শত ৩৫টি ক্ষুদ্র শিল্প কারখানা এবং ১ হাজার ১শত ৬৯টি সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে। ফলশ্রুতিতে এখানকার প্রায় ৬ লাখ জনগণ প্রত্যক্ষে ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এখানকার অগ্রসর ও অনগ্রসর সকল পর্যায়ের জনগোষ্ঠীকে বিদ্যুৎ সেবার আওতায় আনার মাধ্যমে দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে পল্লী বিদ্যুৎ সমিতি বলিষ্ঠ ভূমিকা রাখছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্রাহক সেবার মানোন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ মাধবদী-নরসিংদী মাঠ পর্যায়ে আলোর ফেরিওয়ালা, উঠান বৈঠক, দুর্যোগে আলোর গেরিলা এর মত নানা উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে। স্পট মিটারিং এর মাধ্যমে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সমিতির আলো ফেরিওয়ালা টিম। এছাড়া মানসম্মত গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের সাথে নিয়মিতভাবে উঠান বৈঠকের আয়োজন করছে। যেখানে গ্রাহকদের নানা সমস্যার কথা শোনা ও তার তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা হয়। অধিকন্তু যে কোন দুর্যোগপূর্ণ প্রতিকুল পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল’ এই স্লোগান নিয়ে সমিতির দুর্যোগ আলোর গেরিলা’ দল সমগ্র পল্লী অঞ্চলে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে। বাংলা দেশের ভৌগলিক বাস্তবতায় স্বল্পতম সময়ে শতভাগ বিদ্যুতায়ন অত্যন্ত কঠিন কর্মযজ্ঞ হলেও মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও সুদুঢ় নেতৃত্বের কারণে এ দূরূহ কর্মটি দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ মাধবদী গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনিমার্ণের লক্ষ্যে গ্রামীণ জীবনমান উন্নয়ন তথা ভিশন ২০২১ অর্জন পূর্বক ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করার দৃপ্ত শপথ নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুতায়ন কার্যক্রমকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com