শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

চিতলমারীতে অসহায় ব্রজ রানীকে ঘর দিলেন প্রধানমন্ত্রী

একরামুল হক মুন্সী চিতলমারী (বাগেরহাট)
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১

খবরপত্রে সংবাদ প্রকাশের পর

‘শতবর্ষী বৃদ্ধা ব্রজ রানীর মানবেতর জীবন’ শিরোনামে দৈনিক খবরপত্র পত্রিকায় গত ৯ আগষ্ট সংবাদ প্রকাশিত হলে সেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জেলা প্রশাসককে অবহিত করা হলে ২০ আগষ্ট শুক্রবার সকাল ১০ টায় বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ব্রজ রানীর বাড়িতে যান বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান। এ সময় তিনি একটি পাকা ঘর দেওয়াসহ নগদ ১০ হাজার টাকা তুলে দেন ওই বৃদ্ধার হাতে। এতে ব্রজ রানীর মলিন মুখে মুহূর্তে হাসি ফুটে ওঠে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ ভরে অর্শিবাদ করেন। এলাকাবাসি জানান, ব্রজ রানী বালার স্বামী মারা যাওয়ার পর তিনি উপজেলার বোয়ালিয়া গ্রামে বাবার ভিটায় একটি ঝুপড়ি ঘরে বসবাস শুরু করেন। ঘরটি বসবাসের অনুপযোগী হলেও সেখানে তিনি অতি কষ্টে দীর্ঘ ১৫ বছর ধরে বাস করছেন। সহায়-সম্বল হারা ব্রজ রানী বালা বয়স্ক ভাতার যে টাকা পান সেটি ছাড়া বাগান থেকে শাঁক-সবজি তুলে সেটি বাজারে বিক্র করে কোন রকম ভাবে সংসার চলান। এ সংবাদের সূত্র ধরে ২০ আগষ্ট শুক্রবার সকাল ১০ টায় বাগেরহাটের জেলা প্রশাসক মো. আজিজুর রহমান ব্রজ রানী বালার বাড়িতে যান। এ সময় তিনি প্রধান মন্ত্রীর দপ্তরের নির্দেশে ব্রজ রানী বালার বসবাসের জন্য দ্রুত একটি পাকা ঘর তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। এছাড়া নগদ ১০ হাজার টাকা ও খদ্য-সামগ্রী তুলে দেন তার হাতে। এছাড়া গত ১৭ আগষ্ট চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী ওই বৃদ্ধাকে তার বাড়িতে গিয়ে ২বান ডেউটিন ও খাদ্য সহায়তা প্রদান করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক মো. আজিজুর রহমান জানান, পত্রিকাও টিভি চ্যানেলের মাধ্যমে বৃদ্ধা ব্রজ রানীর সম্পর্কে জানতে পেরে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি ঘর উপহার দিয়েছেন। এ ঘরটি নির্মাণের জন্য ব্রজ রানী বালার ভাই জায়গা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, চিতলমারীর অন্তরালে পত্রিকাও ঝর্ণা টিভির পরিচালক মো: একরামুল হক মুন্সী, সাংবাদিক পংকজ ম-ল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী, হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আফজাল হোসেন, হিজলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হাছিবুর রহমান, স্থানীয় সমাজ সেবক জয়ন্ত ম-ল, দেবাশিষ রায় প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com