গাইবান্ধার সুন্দরগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলায় বর্বরোচিত হত্যাকান্ডে সকল শহীদদের স্মরণে আলোচনা সভা, র?্যালী, পথসভা, বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার আওয়ামীলীগ অফিস চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম লেবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক রেজাউল আলম রেজা, মেহেদী মোস্তফা মাসুম,হাফিজা বেগম কাকলী, পৌর যুবলীগ সভাপতি মারুফ হোসেন বাদল, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বারীর ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর দাবি জানান অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে শ্রমিকলীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।