রংপুর গত ২৪ ঘণ্টায় ১২ পুলিশ সদস্য ও একই পরিবারের পাঁচজনসহ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩১ জন। এনিয়ে রংপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১২০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন সাতজন।
শুক্রবার (৮ মে) রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে ৩১ জনের নমুনায় করোনা শনাক্তের পজিটিভ ফল আসে। আক্রান্তরা সবাই রংপুর জেলার বাসিন্দা।
এর মধ্যে রংপুর কোতয়ালী থানার নয়জন সহ ১২ পুলিশ সদস্য, নগরীর শালবন এলাকার একই পরিবারের ৫ জন, সৈয়দপুর ইসলামী ব্যাংক শাখায় কর্মরত ৩ জন, রমেক হাসপাতালের একজন নার্স ও একজন মেডিকেল টেকনোলজিস্ট, খটখটিয়া এলাকার ২, রবার্টসনগঞ্জ ১, ধাপ লালকুঠিতে ১, সেনপাড়ায় ১, আরকে রোড এলাকায় ১ জন, হারাগাছ পৌর এলাকায় ১ এবং মিঠাপুকুর উপজেলায় ১ জন রয়েছে।
এমআর/প্রিন্স