কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ ও শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচীর আওতায় উপজেলার আঠন্ডা-শ্রীফলা আশ্রয় কেন্দ্রে ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপন ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মনির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সৌমিত্র সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ দীপঙ্কর দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঋতুরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।